ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ভারতকে উপযুক্ত শিক্ষা দেয়ার সময় এসেছে, আমরা প্রস্তুত’


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ১০:১৬ এএম
‘ভারতকে উপযুক্ত শিক্ষা দেয়ার সময় এসেছে, আমরা প্রস্তুত’

ভারতের যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যুতে তিনি বলেছেন, ভারতকে শিক্ষা দেবে ইসলামাবাদ।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেন তিনি।

এ সময় ইমরান খান বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারত হামলা চালালে পাকিস্তান পাল্টা জবাব দেবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনীর কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে তারা (ভারত) পাকিস্তানি কাশ্মীরে কিছু একটা ঘটানোর পরিকল্পনা করছে। সেনাবাহিনী এর জন্য তৈরি আছে এবং এমন কিছু ঘটলে তার কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ার করেন তিনি।

পাক প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি ভারত যদি কোনো ধরনের হঠকারিতা করে তবে আমরা শেষ পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। সময় এসে গেছে তোমাদেরকে একটা শিক্ষা দেয়ার। শুধু পাকিস্তান সেনাবাহিনীই নয় পুরো পাকিস্তানের জনগণ ভারতের বিরুদ্ধে লড়বে বলে ভাষণে ঘোষণা দেন ইমরান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে ওই ধারার অধীন ৩৫ (এ) বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। তারপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। শুরু থেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা করে আসছে পাকিস্তান।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও