ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসঅ্যাপের সাহায্যে ১৮ বছর পর সন্তানের খোঁজ পেলেন বাবা-মা!


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৫:৩০ পিএম আপডেট: জুলাই ২২, ২০১৯, ১১:৩০ এএম
ফেসঅ্যাপের সাহায্যে ১৮ বছর পর সন্তানের খোঁজ পেলেন বাবা-মা!

লি’র বয়স তখন মাত্র তিন বছর। ঘটনাক্রমে একদিন সে হারিয়ে যায় পরিবারের কাছ থেকে। ১৮ বছর পর সম্প্রতি ফেসঅ্যাপের মাধ্যমে লি’র খোঁজ পেয়েছেন তার বাবা-মা।

হারিয়ে যাওয়া সেই সন্তানের সঙ্গে বাবা-মায়ের মিলিত হওয়ার ওই দৃশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে চীনের শেনজেন প্রদেশে। সেদিনের সেই ছেলেটি এখন ২১ বছরের তরুণ। যার বর্তমান নাম শাই  ইউ ওয়েইফেং। চীনের গুয়াংঝৌ প্রদেশের একটি কলেজের শিক্ষার্থী সে।

২০০১ সালে নির্মাণাধীন একটি বাড়ির সামনে খেলছিল ওয়েইফেং। ওই বাড়িতে ফোরম্যানের কাজ করছিলেন তার বাবা। ওখান থেকেই নিখোঁজ হয় সে। ছেলে নিখোঁজের পর অপহরণের মামলা করেন ওয়েইফেংর বাবা ইউ শিংকুয়ান ও মা রোং মুহুয়ান। ওই সময় ছেলেকে খুঁজে পেতে পুরষ্কারও ঘোষণা করেন তারা। কিন্তু  দীর্ঘদিন খোঁজ পাননি ছেলের। তারপরও হাল ছাড়েননি তারা। কিছুদিন আগে ফেসঅ্যাপ দেখে তারা চিন্তা করেন ১৮ বছর পর তাদের সন্তান কেমন হবে সেটা মিলিয়ে সন্তানকে খোঁজার চেষ্টা করবেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন তারা। 

ওয়েইফেংর বাবা-মায়ের আবেদনে জায়ান্ট টেনসেন্ট নামের একটি চীনা কোম্পানির তৈরি ফেসঅ্যাপের মাধ্যমে গত দুইমাস বিভিন্ন জায়গায় হাজারো ব্যক্তির মুখ মিলিয়ে দেখেন তদন্তকারীরা।

এভাবেই গুয়াংঝৌ প্রদেশে তারা খুঁজে পান হারানো ছেলেকে। তদন্তকারী এক কর্মকর্তা জানান, ‘ওয়েইফেং প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তার অপহরণের ঘটনা। কিন্তু ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার সত্যিকারের বাবা-মায়ের পরিচয় নিশ্চিত হয়’।   

ওয়েইফেংর বাবা ইউ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ ১৮ বছর ধরে আমার সন্তানকে লালনপালন করায় তার পালক বাবা-মায়ের প্রতি আমরা কৃতজ্ঞ’। তিনি আরও বলেন, ‘ আমার ছেলের পালক বাবা আমার ভাইয়ের মতো। এখন থেকে আমার ছেলের দুজন করে বাবা-মা হলো’।

সূত্র: মিরর

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও