ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্তাম্বুলে এরদোগানের দলের বড় পরাজয়


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৪:১৫ পিএম আপডেট: জুন ২৪, ২০১৯, ১০:১৫ এএম
ইস্তাম্বুলে এরদোগানের দলের বড় পরাজয়

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে ফের পরাজিত হয়েছে ক্ষমতাসীন একে পার্টি।  তুরস্কের প্রধান বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু ৭ লাখ ৭৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর আগে মার্চের নির্বাচনে মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি।

ইমামোগলুর প্রতিদ্বন্দ্বী একে পার্টির প্রার্থী ও তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। 

গত ২৫ বছর ধরে ইস্তাম্বুলে একে পার্টি তাদের ক্ষমতা ধরে রেখেছিল। এই ফলাফলের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটলো।

এবার শতকরা ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ইমামোগলু পেয়েছেন ৫৪ শতাংশ ভোট ও বিনালি ইলদিরিম পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

এর আগে মার্চে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও জয়ী হয়েছিলেন ইমামোগলু। কিন্তু ক্ষমতাসীন দল ভোটে অনিয়মের অভিযোগ আনলে ওই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেয় তুরস্কের নির্বাচন কমিশন।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোগান বিজয়ী ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয়ী ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানাচ্ছি।

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে এই হারকে এরদোগানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। ২০০৩ সাল থেকে তুরস্কে তার পার্টি ক্ষমতায় রয়েছে। তিনি একসময় বলেছিলেন, যে ইস্তাম্বুল জয় করতে পরবে, সে তুরস্কও জয় করতে পারবে।

বিজয়ী ইমামোগলু তার ভাষণে বলেন, ভোটের এই ফলাফল ইস্তাম্বুল ও তুরস্কের জন্য এক নবসূচনা। ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। এ অধ্যায় হবে ন্যায়বিচার, সমতা আর ভালবাসায় পরিপূর্ণ।

তিনি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

ইস্তাম্বুলে এ জয়কে আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র