ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রটোকল ভেঙে ফের সমালোচনার মুখে ইমরান খান


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৫:০৩ পিএম আপডেট: জুন ১৫, ২০১৯, ১১:০৩ এএম
প্রটোকল ভেঙে ফের সমালোচনার মুখে ইমরান খান

নিজের অনমনীয় আচরণের জন্য আবারও সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিরগিস্তানের বিশবেশে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে সৌজন্যবোধ ও প্রটোকল ভেঙেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার (১৩ জুন) এসসিও সম্মেলন উপস্থিত হন-রাশিয়া,ভারত, চীন,পাকিস্তান, কিরগিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রনেতারা।  সম্মেলনের শুরুতে মঞ্চে রাষ্ট্রপ্রধানরা একের পর এক এসে নিজের আসন গ্রহণ করেন।  প্রথমেই আসতে দেখা যায় ইমরান খানকে। তিনি রাজকীয় মেজাজে হেঁটে তার আসন গ্রহণ করেন। যখন তার নাম ঘোষণা করা হয়, তিনি উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এই পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল।

এরপর অন্য রাষ্ট্রপ্রধানরা প্রবেশ করেন এবং উঠে দাঁড়িয়ে বাকিদের সংবর্ধনা জানান তারা। এই প্রটোকলের বন্ধনীতে নরেন্দ্র মোদি, শি জিনপিং, ভ্লাদিমির পুতিনসহ এসিসিও-র অন্তর্ভুক্ত সব দেশের রাষ্ট্রপ্রধানরা ছিলেন। তবে সেখানে ছিলেন না ইমরান খান। তিনি তখন পায়ের উপর পা তুলে দিব্যি সেসব দৃশ্য দেখে চলেছেন।  

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে,ইমরানের এমন আচরণ প্রটোকল বিরুদ্ধ তো বটেই অসভ্যও। তবে এসব বিতর্ক নিয়ে সামান্য মাথা ঘামাচ্ছেন না ইমরান।

এর আগে গত সপ্তাহে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সম্মেলনে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে ইমরানের বিরুদ্ধে।  এরপরই দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করে সৌদি প্রশাসন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও