ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ষড়যন্ত্র করেনি রাশিয়া


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ১১:১৪ এএম
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ষড়যন্ত্র করেনি রাশিয়া

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো যোগসাজশ ছিল না বলে অবশেষে স্পেশাল কাউন্সেল রবার্ট ম্যুলারের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

রোববার মার্কিন কংগ্রেসে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

এদিকে ট্রাম্প এক টুইটে বলেন, কোনো আঁতাত হয়নি, বাধাও দেওয়া হয়নি। এই তদন্ত প্রক্রিয়াকে ট্রাম্প তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিলেন।

কী আছে রিপোর্টে?

মিঃ বারের তৈরি করা তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, কোন মার্কিন নাগরিক বা মিঃ ট্রাম্পের প্রচারণা দলের কোন সদস্য জ্ঞানত রাশিয়ার সঙ্গে আঁতাত করেছে, এমন প্রমাণ বিশেষ কৌসুলি পাননি।

চিঠির দ্বিতীয় অংশে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছিল কিনা সে প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। মিঃ বার তার সার সংক্ষেপে উল্লেখ করেছেন ‘প্রথা মাফিক রায় দেবার’ ছিল না মিঃ মুলারের রিপোর্ট। বিশেষ কৌসুলি এ বিষয়ে কোন উপসংহার টানেননি বলে উল্লেখ করা হয়েছে। মিঃ বার জানিয়েছেন, প্রেসিডেন্ট বিচারকার্যে বাধা দিয়েছেন, এমন অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

মূল রিপোর্ট থেকে আরো তথ্য প্রকাশ করা হবে জানিয়ে মিঃ বার জানিয়েছেন, কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হবে।

গো নিউজ২৪/এমআর

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র