ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএস খেলাফতের পতন, খোঁজ নেই বাগদাদির


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০৮:০২ পিএম
আইএস খেলাফতের পতন, খোঁজ নেই বাগদাদির

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতন হয়েছে বলে দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। দীর্ঘ ৫ বছর যুদ্ধের পর এই সফলতা আসল বলে জানিয়েছে সিরিয়ার কুর্দি সংখ্যাগরিষ্ঠ সামরিক জোটটি।

এসডিএফের যোদ্ধারা আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি বাগুজ জয়ের পর শুক্রবার সেখানে বিজয় পতাকা উড়িয়েছে।

২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের ৮৮ হাজার বর্গকিলোমটারের বেশি এলাকার দখল নিয়ে কথিত খেলাফত ঘোষণা করেন আইএসের প্রধান নেতা আবু বকর আল-বাগদাদি। সিরিয়ার রাকাকে রাজধানী করে কার্যক্রম চালাতে থাকেন এই কথিত খলিফা।

এরপরই গোষ্ঠীটি গোটা মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেয়। এক পর্যায়ে তাদের শাখা বিস্তার লাভ করে নাইজেরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিপাইনে।

ইরাক থেকে আগেই আইএস বিতাড়িত হয়েছে। শনিবার এসডিএফ টুইটে দাবি করে, সিরিয়াও এখন এই জঙ্গিগোষ্ঠীর রাহুমুক্ত। কিন্তু, বাকি দেশগুলোতে আইএস ছড়িয়ে থাকায় বিচ্ছিন্নভাবে নিরাপত্তা হুমকি রয়েই গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান ফ্লোরিডায় বিমান বাহিনীর কর্মসূচিতে যাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ সফলতার বিষয়ে ব্রিফ করেছেন।’

তিনি বলেন, ‘সিরিয়ার যে বিস্তীর্ণ অঞ্চলে খেলাফত দাবি করা হয়েছিল, তা চিরতরে ধ্বংস করা হয়েছে। সিরিয়া থেকে আইএস সদস্যদের শতভাগ বিতাড়িত করা হয়েছে।’

এদিকে ধারণা করা হচ্ছিল, আইএসের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি এই বাগুজ শহরেই রয়েছেন। কিন্তু, শহরটি দখলের পর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাগদাদি

ফলে প্রাণ বাঁচাতে অথবা আটক এড়াতে তিনি হয়তো অন্য কোথাও পালিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। যদিও এর আগেই একাধিকবার খবর এসেছে বাগদাদি নিহত হয়েছেন।

তবে প্রত্যেকবারই আইএস প্রমাণসহ ভিডিও বার্তা দিয়ে দেখিয়েছে, তিনি দিব্যি বেঁচে আছেন।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র