ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মধ্যবর্তী নির্বাচন: আধিপত্য ট্রাম্পের রিপাবলিকান পার্টির


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮, ১০:৫৭ এএম আপডেট: নভেম্বর ৭, ২০১৮, ১১:০২ এএম
মধ্যবর্তী নির্বাচন: আধিপত্য ট্রাম্পের রিপাবলিকান পার্টির

যুক্তরাষ্ট্রে চলছে মধ্যবর্তী নির্বাচন। ইস্ট কোস্ট অঞ্চলে গতকাল স্থানীয় সময় সকাল ৬টায় কেন্দ্রগুলো খুলে দেয়া হয়। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি বিষয়ে গণভোট হিসেবে দেখা হচ্ছে এই মধ্যবর্তী নির্বাচনকে। এতে ৫০টি অঙ্গরাজ্যে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ জন প্রার্থী নির্বাচিত হবেন এবং উচ্চ কক্ষের ১০০ আসনের মধ্যে ৩৫ জন নির্বাচিত হবেন। পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টির গভর্নরও এতে নির্বাচিত হবেন।

এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিজেদের অধিপত্য ধরে রাখতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ফলাফলে ডেমোক্রেটরা ‍সুবিধাজনক অবস্থানে আছে এবং তারা নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

বর্তমানে সিনেটে রিপাবলিকান-ডেমোক্রেটদের মধ্য ব্যবধান মাত্র দুটি আসনের, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে আছে ৫১টি আসন, ডেমোক্রেটদের ৪৯টি। কিন্তু এ মধ্যবর্তী নির্বাচনে যেখানে রিপাবলিকানদের নয়টি আসন ঝুঁকির মধ্যে আছে সেখানে ডেমোক্রেটদের ২৬টি আসন রক্ষার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটের ৫০টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা, আর একটি আসন পেলেই তারা উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। অপরদিকে ডেমোক্রেটরা এ পর্যন্ত জয় পেয়েছে মাত্র ৩৮টি আসনে। ফলাফল বাকি আছে আর ১২টি আসনের।

সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে সফল হবে, যার মধ্যে বিচারক নিয়োগ অন্যতম।

এখন পর্যন্ত নিম্নকক্ষ হাউসের ফলাফলে ১৫১টি আসন পেয়ে এগিয়ে আছে রিপাবলিকানরা, অপরদিকে ডেমোক্রেটরা জয়ে পেয়েছে ১৪৪টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।

রিপাবলিকানরা এগিয়ে থাকা সত্বেও এই কক্ষে ডেমোক্রেটরাই জয় পেতে যাচ্ছে বলে সবগুলো পূর্বাভাসে বলা হচ্ছে। এটি হলে গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো হাউসে আধিপত্য পাবে ডেমোক্রেটরা।  

গোনিউজ২৪/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও