ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুমুল সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হামাস-ইসরাইল 


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১০, ২০১৮, ১২:১৮ পিএম
তুমুল সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হামাস-ইসরাইল 

ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ফলে গাজা সীমান্তে চলমান উত্তেজনা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। দুই ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি।

গত কয়েকদিনের পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে, ২০১৪ সালের পর আবারো দুইপক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতিতে দুই পক্ষকে রাজি করাতে উদ্যোগ নেয় মিসর ও জাতিসংঘ।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার অন্তত ১৪০ বার বিমান হামলা চালায় দখলদার দেশটি। অন্যদিকে গাজা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও ১৫০টির মতো রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েল জানায়, তারা গাজা উপত্যকায় হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর গাজা থেকে ১৫০টির বেশি রকেট ছোঁড়া হয়েছে। তবে এসব রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে।

এদিকে হামাস এই হামলার কথা স্বীকার করে বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরায়েলি ট্যাংকের গোলায় শহিদ হওয়ার পর এর প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ছিল এবং এখন তা পূর্ণ হয়েছে। 

এমন ঘটনার প্রেক্ষিতে ইসরয়েলকে থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও