ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সেই পর্নো তারকা স্টর্মি ডানিয়েলস গ্রেফতার


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৩:৫৬ পিএম আপডেট: জুলাই ১২, ২০১৮, ০৯:৫৬ এএম
ট্রাম্পের সেই পর্নো তারকা স্টর্মি ডানিয়েলস গ্রেফতার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক থাকার অভিযোগকারী সেই পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসকে গ্রেফতার করা হয়েছে। তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি এ কথা জানিয়েছেন। 

স্টর্মি ডানিয়েলসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওহাইও রাজ্যের একটি স্ট্রিপ ক্লাবে পারফরমেন্স করেন। এসময় স্টেজেই তার শরীর স্পর্শ করার সুযোগ দেন আয়োজকদের। যা ওই রাজ্যের আইন বিরোধী। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান।

উল্লেখ্য, স্টর্মি ডানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে টুইট করেছেন তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি। তিনি বলেছেন, আমরা এসব ভুয়া অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো। এর আগে বিস্ফোরক এক মন্তব্য করেন স্টর্মি ডানিয়েলস। তিনি বলেন, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। ওই সময় ট্রাম্প ছিলেন বিবাহিত। তবে এ অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

কিন্তু সর্বশেষ ওহাইও রাজ্যের কলম্বাসে সাইরেনস নামের একটি স্ট্রিপ ক্লাবে পারফরম করছিলেন স্টর্মি ডানিয়েলস। তার আইনজীবী বলেছেন, এ সময় তাকে যেভাবে স্পর্শ করা হয়েছে তার মধ্যে যৌনতা ছিল না। ওই রাজ্যে একটি আইন আছে। এর নাম কমিউনিটি ডিফেসন্স অ্যাক্ট। এই আইনের অধীনে একজন নগ্ন অথবা অর্ধ নগ্ন নৃত্যশিল্পীকে তার পরিবারের সদস্য নন এমন কেউ স্পর্শ করতে পারবেন না। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে স্টর্মি ডানিয়েলকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এখন তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। মাইকেল অ্যাভেনাত্তি বলেছেন, এ অভিযোগ পুরো সাজানো। 

কলম্বাস পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করবেন না। ওদিকে যে স্ট্রিপ ক্লাপে নেচেছিলেন স্টর্মি ডানিয়েলস তারাও কোনো মন্তব্য করছে না।  

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা করছিলেন স্টর্মি ডানিয়েলস।

 

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও