ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের ভূমিকা চান প্রধানমন্ত্রী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ০২:৪৬ পিএম আপডেট: মার্চ ১২, ২০১৮, ১১:১৬ এএম
রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের ভূমিকা চান প্রধানমন্ত্রী

দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনতিবিলম্বে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বোঝানোর জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুর সফররত শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে পৃথক বৈঠককালে এ আহ্বান জানান। সোমবার সকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় ‘ইস্তানা’য় বৈঠক দু’টি হয়।

বৈঠক শেষে শেখ হাসিনার সিঙ্গাপুর সফরকালীন আবাসস্থল সাংগ্রিলা হোটেলে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তিনি বলেন, সিঙ্গাপুরের দুই নেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে রোহিঙ্গা সমস্যার বিষয়টি উঠে এসেছে। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে বোঝাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান।

গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনী দমন-পীড়ন শুরু করলে দেশটি থেকে প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। মিয়ানমারের এ নির্যাতনকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা। সংস্থাগুলোর হিসাব মতে, আগস্টের পর এখন পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।

পররাষ্ট্র সচিব বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে৷ সিঙ্গাপুর বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত জোট অাসিয়ানের চেয়ার, এ জোটের সদস্য মিয়ানমারও। সে কারণে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রতি এ অাহ্বান জানিয়েছেন ৷

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছেন, মিয়ানমার তাদের দেশ থেকে বাংলাদেশে পালিয়ে অাসা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে সম্মত হয়েছে৷ কিন্তু নানাবিধ কারণে দেরি হচ্ছে৷ রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা৷ দ্রুত এর সমাধান হওয়া দরকার৷ তাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে যে সমঝোতা হয়েছে তা ঠিক মত বাস্তবায়ন হচ্ছে না৷ মিয়ানমার যেন দ্রুত রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়, সেজন্য সিঙ্গাপুরকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

শেখ হাসিনার সঙ্গে শিয়েন লুংয়ের বৈঠকেও রোহিঙ্গা সংকট নিয়ে অালোচনা হয় বলে জানান পররাষ্ট্র সচিব৷

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও