ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রুডো-অমরিন্দ সিংহ বৈঠক: উড়িয়ে দিলেন সব গুঞ্জন


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১২:১২ পিএম
ট্রুডো-অমরিন্দ সিংহ বৈঠক: উড়িয়ে দিলেন সব গুঞ্জন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। ভারতে আসার আগে সংবাদমাধ্যম সিটিভি জানিয়েছিল অমরিন্দরের সঙ্গে দুটি কর্মসূচিতে অংশ নিলেও কোনও বৈঠক করবেন না ট্রুডো। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ওই দুই নেতার বৈঠকে কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন না দেওয়ার কথা পুর্নব্যক্ত করেছেন ট্রুডো।


ভারত সফর শুরুর আগে টুইট বার্তায় ট্রুডো বলেন ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ়’ করাই সফরের লক্ষ্য। তবে সফরজুড়েই আলোচনায় আসছে শিখ সম্প্রদায়ের স্বাধীন রাষ্ট্র খালিস্তান আন্দোলন। পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চল নিয়ে খালিস্তান নামে স্বাধীন রাষ্ট্রের দাবি করে থাকে এই সম্প্রদায়। সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ট্রুডোর মন্ত্রীসভার কয়েকজন সদস্য ওই আন্দোলনে সমর্থন দেন। আর এসব বিষয় নিয়ে কানাডার সিটিভি নিউজ জানায় অমরিন্দরের সঙ্গে বৈঠক করবেন না ট্রুডো।

বুধবার কানাডার প্রধানমন্ত্রী শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শনের যান। রয়টার্স জানিয়েছে, স্বর্ণ মন্দির পরিদর্শন শেষে অমরিন্দরের সঙ্গে বৈঠক করেন ট্রুডো। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অমরিন্দর সিংহ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। ছবি: অনলাইন

তিনি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমি খুশি। খালিস্তান ইস্যুটি তুলেছিলাম কারন সেটাই আমাদের প্রথম ইস্যু ছিল।’ পরে এক টুইট বার্তায় অমরিন্দর বলেন, ট্রুডোর দেওয়া কথা আমাদের সবার জন্য বিরাট স্বস্তির। বিচ্ছিন্নতাবাদী উপাদান মোকাবিলায় তার সরকারের সমর্থনের প্রত্যাশা করছি আমরা।

উল্লেখ্য, ১৯৮৪ সালে খালিস্তান আন্দোলনকারীদের শেষ করে দিতে অমৃতসরের স্বর্ণ মন্দিরে সেনা পাঠিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এর কিছুদিন পর তার নিজ বাস ভবনে শিখ দেহরক্ষীর হাতে প্রাণ হারান ইন্দিরা।

বর্তমান কানাডায় ১৩ লাখের বেশি শিখের বসবাস। দিন দিন কানাডাতে প্রভাবশালী হয়ে উঠছে শিখরা। ট্রুডোর মন্ত্রীসভায়ও রয়েছেন ৪জন শিখ মন্ত্রী।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও