ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘কাশ্মির শুধু ভারত-পাকিস্তানেই সীমাবদ্ধ না চীনও রয়েছে’


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৯:৪৩ পিএম
‘কাশ্মির শুধু ভারত-পাকিস্তানেই সীমাবদ্ধ না চীনও রয়েছে’

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে চীনের ভূমিকা বাড়ছে বলে মন্তব্য করেছেন রাজ্য সরকারের মুখপাত্র ও পূর্তমন্ত্রী নঈম আখতার। তিনি বলেছেন, রাজ্যে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে কথা বলা জরুরি হয়ে পড়েছে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নঈম আখতার বলেন, ‘কাশ্মিরে আগের মতো পরিস্থিতি আর নেই, পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। এখন এই বিষয়টি শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মধ্যে বড় শক্তির হস্তক্ষেপ আছে।’

পিডিপি’র নেতা নঈম আখতার। ছবি: অনলাইন

পিডিপি’র সিনিয়র নেতা নঈম আখতার বলেন, ‘এখন পাকিস্তান একা নয়, চীনও এসে পড়েছে।  জেনারেল বিপিন রাওয়াত বলেছেন ভারতীয় সেনাবাহিনী দু’টি ফ্রন্টে মোকাবিলা করতে প্রস্তুত। কিন্তু তাকে বুঝতে হবে দু’টি ফ্রন্ট নয়, এখন ওরা এক হয়েছে। ভুটান থেকে নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত, লাদাখ থেকে নিয়ে জম্মু পর্যন্ত, শ্রীলঙ্কা থেকে নিয়ে মালদ্বীপ পর্যন্ত একটাই ফ্রন্ট। পাকিস্তান ও চীন এখন ভিন্ন নয়।’

নঈম আখতার বলেন, ‘এটা কেউ কেন দেখছে না যে, চীন সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মুহাম্মদকে কোলে তুলে নিয়েছে। যারা বারবার জাতিসংঘে মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা করার বিরোধিতা করছে। পাকিস্তানে হাফিজ সাঈদের বিরুদ্ধে পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, কিন্তু চীনের প্রভাব থাকায় মাসুদ আজহারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।’

নঈম আখতারের দাবি, ‘এ রকম পরিস্থিতিতে জাতীয় স্বার্থে পাকিস্তানের সঙ্গে সংলাপ চালানো ভালো। কেন্দ্রীয় সরকারকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ছাড়া অন্য কারো কাছে কোনো দাবি জানাচ্ছি না এবং এটা আমাদের অধিকার।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও