ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পড়া না পারলে শিক্ষককে চুমু ‍দিতে হবে!


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৭:২৫ পিএম
পড়া না পারলে শিক্ষককে চুমু ‍দিতে হবে!

ভারতের বেহালার সরশুনার বাসুদেবপুর হাইস্কুলের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ছাত্রীর অভিযোগ, ভৌত বিজ্ঞানের শিক্ষক অতনু দাশগুপ্ত ক্লাসে পড়ুয়াদের পড়া জিজ্ঞাসা করেন।  সঙ্গে জানিয়ে দেন, পড়া না পারলে হয় কান ধরে উঠবোস করতে হবে, নয়ত তার গালে ‘চুমু’ খেতে হবে।

কয়েকজন ছাত্রী শিক্ষকের গালে চুমু খেলেও, এই ছাত্রী তা করতে অস্বীকার করে।  তখন ছাত্রীটিকে ৪০ বার উঠবোস করানো হয় বলে অভিযোগ।  বাড়িতে ফিরে ছাত্রী এই ঘটনার কথা জানানোর পরে পরিবারের লোকজন স্কুলে যান।  সেখানে কর্তৃপক্ষকে বলার পর অভিযোগ স্বীকার করে নেন অভিযুক্ত শিক্ষক।

অভিযোগ উঠেছে, স্থানীয় কাউন্সিলর সালিশি সভা বসিয়ে ব্যাপারটি মিটমাট করে।  ছাত্রীর পরিবারকে হুমকিও দেওয়া হয়।  স্কুলে পুলিশ এলেও, পরিবার থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।

ওই ছাত্রীর প্রতিবেশীরা দাবি করেছেন, মেয়েটিকে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বহিষ্কারের হুমকি দিয়েই ব্যাপারটি মিটিয়ে নেওয়া হয়েছে।  এতে যুক্ত ছিলেন স্থানীয় কাউন্সিলর।

স্কুলের পরিচালন কমিটির পক্ষে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন।  তিনি বলেন, ‘স্কুলের যাতে বদনাম না হয়, তাই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও