ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান সমাজেরই অংশ তালেবানরা: কাবুল


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৮:২৯ পিএম
আফগান সমাজেরই অংশ তালেবানরা: কাবুল

দক্ষিণ ও মধ্য এশিয়া অ্যাফেয়ার্স বিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস বলেছেন, আফগানিস্তানে তার বন্ধুরা তাকে বলেছেন যে, তালেবানরা আফগানিস্তানের সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তারা দেশের জাতীয়তায় বিশ্বাসী।

আফগান সংবাদ সংস্থা টোলোর সাথে আলাপকালে এই মার্কিন কূটনীতিক কাবুলে তার উপস্থিতির ব্যাপারে গুজব নাকচ করে দিয়ে বলেন, কাবুল শান্তি প্রক্রিয়ার আগেই এখানে ছিলেন তিনি।

তিনি বলেন, “আফগানিস্তানের বেসামরিক জনগণের বিরুদ্ধে সিরিজ হামলার পরিপ্রেক্ষিতে কিভাবে একটা রাজনৈতিক সমাধানে পৌঁছানো যায়, সেটা নিয়ে আফগান সরকারের সাথে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র।”

যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক সহিংসতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ওয়েলস স্বীকার করেন যে, এ অঞ্চলের অবস্থা ততটা ভাল নয়, যেহেতু বিগত কয়েক সপ্তাহে আফগান রাজধানীতে বেশ কতগুলো বোমা হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন এই কর্মকর্তা বলেন, শেষ পর্যন্ত আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার সমাধান রাজনৈতিক উপায়েই হতে হবে এবং সামরিকভাবে সেটা হবে না। সে পর্যন্ত তালেবানদের আমরা চাপ দিয়ে যাবো এবং আফগান নিরাপত্তা বাহিনীকে সমর্থন দিয়ে যাবো।

এ অঞ্চল নিয়ে মার্কিন নীতি ও পাকিস্তানের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওয়েলস বলেন, অগাস্টে দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করেছেন যে, আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে সমর্থন দিয়ে পাকিস্তান তার ন্যায্য স্বার্থগুলো রক্ষা করতে পারে।

তিনি বলেন, আমরা এই নীতিকে পাকিস্তানের জন্য একটা সুযোগ হিসেবে দেখি। প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সামরিক সহায়তা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা যুক্তরাষ্ট্রের হতাশা কোন মাত্রায় পৌঁছেছে, তার একটা বহিপ্রকাশ।

এ ব্যাপারে আরও ব্যাখ্যা চাওয়া হলে এই কূটনীতিক বলেন, পাকিস্তানের সমাধানের অংশ হওয়া উচিত।

তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি এবং পাকিস্তানের সাথে আমাদের গুরুত্বপূর্ণ সংলাপ হয়েছে, যার উদ্দেশ্য হলো দুই দেশের পারস্পরিক স্বার্থ। শান্তি আসলে পাকিস্তান ও আফগানিস্তান উভয়েই লাভবান হবে।

ওয়েলসের মত হলো, বিগত চল্লিশ বছরে আফগানিস্তান ও পাকিস্তানে যে নিরাপত্তাহীনতার জন্ম হয়েছে, তা সব দেশের স্থিতিশীলতাকেই ক্ষতিগ্রস্থ করেছে এবং এ অঞ্চলকে পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য ও উন্নয়নের দিকে তাকালেই বোঝা যায়, যুদ্ধ আফগানিস্তান ও এর প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব ফেলেছে।

আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে ওয়েলস বলেন, কাবুলে সাম্প্রতিক হামলাগুলোকে তালেবানদের বেপরোয়া মনোভাবের বহিপ্রকাশ বলে মনে করে যুক্তরাষ্ট্র। এটা যুদ্ধক্ষেত্রে তালেবানদের বিরুদ্ধে সফলতার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েলস আরও বলেন, তবে এতে করে শান্তির ভিশন এবং কি নীতির ভিত্তিতে শান্তি প্রক্রিয়া এগিয়ে যেতে পারে, সেগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা এবং দায়দায়িত্ব কমে যাবে না।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও