ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

বিনা খরচে খ্রিস্টানদের জেরুসালেম পাঠাবে মোদির দল


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৭:৩৯ পিএম
বিনা খরচে খ্রিস্টানদের জেরুসালেম পাঠাবে মোদির দল

মুসলিমদের হজ থেকে ভর্তুকি উঠিয়ে নিয়েছে ভারতের মোদির সরাকার। কিন্তু তারা নতুন করে ঘোষনা দিয়েছে খ্রিস্টানদের খরচ ছাড়াই জেরুসালেম পাঠাবে। নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এমন ঘোষণার তীব্র সমালোচনা শুরু হয়েছে।

হজযাত্রীদের ভর্তুকি উঠিয়ে নেওয়ার একমাস যেতে না যেতেই এমন ঘোষনা। নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এই ঘোষনা দেয়৷ এই কর্মসূচিতে আছে বেথলেহাম ছাড়াও নাজারেথ, জর্ডান নদী, গ্যালিলি সাগর এবং অন্যান্য পবিত্র ধর্মীয় স্থানগুলি৷ এই সুবিধা স্রেফ নাগাল্যান্ডের খ্রিস্টানদেরই দেয়া হবে নাকি মেঘালয় ও ত্রিপুরাসহ গোটা ভারতের খ্রিস্টানরাও পাবে, সেটা পরিষ্কার নয়।

এই তিনটি রাজ্যের মধ্যে ত্রিপুরা বিধানসভার ভোট ১৮ই ফেব্রুয়ারি৷ নাগাল্যান্ড ও মেঘালয়ে ২৭শে ফেব্রুয়ারি৷ নাগাল্যান্ডে খ্রিস্টান জনসংখ্যার হার ৮৮ শতাংশ, মেঘালয়ে ৭৫ শতাংশ এবং ত্রিপুরায় ২৫ শতাংশ। এই তিনটি রাজ্যের ভোটের ফলাফলের প্রতিক্রিয়া দেখা যেতে পারে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে।

বার্তা সংস্থা ইউএনআই অবশ্য জানিয়েছে, এই সুবিধা আপাতত উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যই পাবে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সমাজের একাংশে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তাঁরা মনে করে, এটা ভন্ডামি এবং সুবিধাবাদ ছাড়া আর কিছু নয়। 

প্রশ্ন উঠেছে, এটা কেমন ধরনের ধর্মনিরপেক্ষতা ? গত মাসে হজযাত্রার ভর্তুকি তুলে নেবার পর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভি বলেছিলেন, ‘‘বিজেপি সরকার মর্যাদার সঙ্গে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী। তোষণ নীতি দিয়ে নয়, মোদী সরকারের নীতির মূলকথা মর্যাদার সঙ্গে বিকাশ। হজযাত্রার ভর্তুকি অর্থ ব্যয় করা হবে মুসলিম মেয়েদের শিক্ষাখাতে।”  সুত্র: ডিডব্লিউ

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র