ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী সেজে যা করলেন ইরানি যুবক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৭, ০৪:৪৪ পিএম আপডেট: ডিসেম্বর ১, ২০১৭, ১০:৪৪ এএম
নারী সেজে যা করলেন ইরানি যুবক

ইরানে আয়োজিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে নারীদের ম্যাচ চলছিল। এ সময় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেয়েদের মতো করে মাথায় ওড়না পেঁচিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন এক ব্যক্তি। বিষয়টি নজরে আসতেই হন্তদন্ত হয়ে ছুটে এসে তাঁকে স্টেডিয়াম ত্যাগ করতে বলে ফেডারেশন কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ইরানের গোরগানে এ ঘটনা ঘটে। এই ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। নারীদের খেলা দেখতে মেয়েদের মতো করে মাথায় ওড়না পেঁচিয়ে স্টেডিয়ামে ঢোকা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। তিনি থাইল্যান্ডের নারী কাবাডি দলের কোচ।মাথায় নারীদের মতো করে ওড়না পেঁচিয়ে স্টেডিয়ামে বসে নারীদের খেলা দেখছেন থাইল্যান্ডের কোচ। ছবি: টুইটার থেকে নেওয়াপ্রতিবেদনে বলা হয়, নারীদের যেকোনো খেলা দেখা পুরুষ ও গণমাধ্যমের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সেখানে নারীদের মাথায় হিজাব পরা বাধ্যতামূলক।

প্রতিবেদনে বলা হয়, মাথায় হিজাবের মতো করে ওড়না পেঁচিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়া ব্যক্তির থাইল্যান্ড দলের কোচের ইউনিফর্ম পরা ছিল। তিনি যখন স্টেডিয়ামে ঢোকেন, তখন সাদা তোয়ালে দিয়ে তাঁর মাথা ঢাকা ছিল। এর ওপর একটি কালো ওড়না নারীদের মতো করে পেঁচিয়ে রেখেছিলেন তিনি। স্টেডিয়ামে এভাবে কিছুক্ষণ বসে নারীদের কাবাডি খেলাও দেখেছিলেন তিনি। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত তাঁকে স্টেডিয়াম ছেড়ে যেতে বলা হয়।স্টেডিয়ামে ঢোকার সময় মাথায় ওড়না প্যাঁচানোর আগে এভাবেই সাদা তোয়ালে দিয়ে মাথা ঢেকেছিলেন থাইল্যান্ডের কোচ। ছবি: টুইটার থেকে নেওয়াইরানের ফেডারেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছ, ‘ওই ব্যক্তির এহেন কাণ্ড সমর্থনযোগ্য নয়। তিনি আয়োজক দেশের নিয়ম ভঙ্গ করেছেন।’

ইরানের কাবাডি ফেডারেশনের মুখপাত্র আহুজার মারকালাই একটি ওয়েবসাইটে বলেছেন, ‘নারীদের প্রতি এমন অশ্রদ্ধামূলক আচরণের জন্য থাইল্যান্ডের ওই কোচকে ক্ষমা চাইতে হবে।’

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেন যে, থাইল্যান্ডের ওই কোচকে মাথায় হিজাবের মতো করে ওড়না প্যাঁচানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন আহুজার মারকালাই।

গোনিউজ২৪/কেআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র