ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ওয়াশিংটনে হামলার হুমকি ইসলামিক স্টেটের


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৫, ১২:১২ পিএম
এবার ওয়াশিংটনে হামলার হুমকি ইসলামিক স্টেটের

আন্তর্জাতিক ডেস্কঃ এবার প্যারিসের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সোমবার প্রকাশিত আইএসের এক ভিডিওতে এ হুমকি দেয়া হয়। আইএসের ওই ভিডিও বার্তাটি এসেছে ইরাকি ওয়ালিওয়াত কিরকুক নামে আইএসের একটি উপদলের কাছ থেকে। তবে এ ভিডিওটির সত্যতার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটির শুরুতে শুক্রবার প্যারিসে চালানো হামলার পর টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ভিডিও দেখানো হয়। দেখানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের বক্তৃতা এবং পুলিশি অভিযানের চিত্র।

হামলায় নিহতদের লাশ ব্যাগে করে সরিয়ে নেয়ার টেলিভিশন চিত্র দেখানোর পর আসেন এক ব্যক্তি, যিনি আইএসের নামে আরও হামলা চালানোর হুমকি দেন। তিনি বলেন, আমরা সে রাষ্ট্রগুলোকে বলে দিতে চাই, যারা ক্রুসেডে অংশ নিচ্ছে, আল্লাহর নামে বলছি, আল্লাহর ইচ্ছায় তোমাদের জন্যও সেদিন আসছে, যেমনটি আমরা ফ্রান্সের কেন্দ্রস্থল প্যারিসে ঘটিয়েছি। তিনি বলেন, শপথ করে বলছি, আমরা যুক্তরাষ্ট্রেও হামলা চালাব। সেটা হবে দেশটির কেন্দ্রস্থল ওয়াশিংটনে।

এদিকে, ফ্রান্সসহ পুরো ইউরোপে আরও হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভঁলস। ফ্রেন্স রেডিওকে সোমবার তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেশজুড়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, জিহাদি আন্দোলনের সঙ্গে যুক্ত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফ্রেন্সদের একত্রিত হয়ে জঙ্গিদের মোকাবেলা করতে হবে। আমাদের জঙ্গি হামলার ভয়ে ভীত হওয়া যাবে না। আমাদের আরও ভালোভাবে বাঁচতে হবে। এজন্য একত্রিত থাকার কোনো বিকল্প নেই। আইএস আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তাতে তারা জয়ী হতে পারবে না। কিন্তু তারা আমাদের বিভক্ত ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে।

১৭ নভেম্বর ২০১৫

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র