ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তেল উৎপাদন কমিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৩:০০ পিএম আপডেট: জুন ৫, ২০২৩, ০৯:০০ এএম
তেল উৎপাদন কমিয়ে দাম বাড়ানোর  সিদ্ধান্ত

জুলাই মাসে দিনে আরও ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মূলত সরবরাহ কমিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে গেছে।

সৌদি আরবের নেতৃত্বে ১৩–দেশীয় জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এবং এর ১০ মিত্রদেশের মধ্যে রবিবার এক বৈঠকের পর এমন ঘোষণা আসে।

বিবিসির খবরে বলা হয়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস দেশগুলোর প্রতিনিধিরা কয়েক ঘণ্টার আলোচনায় অংশ নেয়। তার পর তারা উৎপাদন কমানোর এ সিদ্ধান্তে পৌঁছায়। মিত্রদেশগুলোর নেতৃত্ব আছে রাশিয়া।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেন,‘উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত জুলাই মাসের জন্য নেওয়া হয়েছে। যদিও এর মেয়াদ বাড়তে পারে।’

ওপেক এবং ১০ মিত্রদেশকে ডাকা হয় ওপেক প্লাস নামে। বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ তেল আসে ওপেক প্লাসের সদস্য দেশগুলো থেকে। তাই এর সিদ্ধান্তগুলো তেলের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

গত এপ্রিলে ওপেক প্লাসের বেশ কয়েকটি সদস্যদেশ স্বেচ্ছায় দিনে ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন কমিয়ে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছিল। তবে এ পদক্ষেপে তেলের দরপতন খানিকটা কমানো গেলেও তা বেশি দিন টেকেনি।

এপ্রিলে উৎপাদন কমানোর ঘোষণার পরও তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭০ ডলারে নেমেছে। ২০২১ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম ব্রেন্ট ক্রুডের দাম এতটা কমেছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, ‘বর্তমান সিদ্ধান্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর ২০২৪ সালের শেষ নাগাদ পর্যন্ত এটির মেয়াদ বাড়ানো হতে পারে।’

সূত্র: বিবিসি

গোনিউজ২৪/আর এ জে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র