ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পের আঘাত


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০১:৫৪ পিএম আপডেট: মে ২৮, ২০২৩, ০৭:৫৪ এএম
শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

পাকিস্তানী গণমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক এবং খাইবার পাখতুনখোয়াসহ বেশ কিছু অঞ্চল। এ ছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লি, কাশ্মীরসহ বেশ কয়েকটি অঞ্চলেও।

কাশ্মীরের কিছু অংশ জুড়ে কম্পনের মাত্রা বেশি থাকায় আতঙ্কে বাড়িঘর থেকে রাস্তায় বের হয়ে আসে মানুষজন। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা পাঞ্জাবের লাহোর, ঝিলাম এবং চকওয়াল পর্যন্ত অনুভূত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে। মাটি থেকে ২২৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প হওয়ায় এটি পাকিস্তান, চীন, আফগানিস্তান এবং ভারতসহ বেশ কয়েকটি দেশে অনুভূত হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ তবে ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার নিশ্চিত করেছে ৬ মাত্রার ভূমিকম্প ছিলো।

তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোনিউজ২৪/আর এ জে

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও