ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু 


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ১১:১৬ এএম
ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু 

করোনাভাইরাসের (কোভিড ১৯) এর নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষায় করোনা টিকার আলাদা একটি বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না এ টিকা উদ্ভাবন করেছে। খবর রয়টার্স ও সিএনবিসির। 

স্থানীয় সময় বুধবার মডার্না এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রন প্রতিরোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো। এর আগের দিন ফাইজার একই ধরনের প্রয়োগ শুরু করে। 

প্রাপ্তবয়স্ক ৬০০ মানুষের দেহে নতুন ডোজের পরীক্ষামূলক প্রয়োগ করবে মডার্না। এদের মধ্যে প্রথম গ্রুপটি বাছাই করা হচ্ছে, যারা এর আগে দুই ডোজের টিকা নিয়েছেন। আর দ্বিতীয় শ্রেণি হবে যারা দুই ডোজ নেওয়ার পর বুস্টার ডোজও নিয়েছেন, তাদের ওমিক্রন ‘প্রতিরোধী’ নতুন ডোজ দেওয়া হবে।

এই দুই শ্রেণির মানুষকে ওমিক্রন থেকে সুরক্ষায় এক ডোজের বুস্টার টিকা দেওয়া হবে বলে মডার্নার পক্ষ থেকে জানানো।

৫০ মাইক্রোগ্রামের নতুন এই টিকা মানবশরীরে কীভাবে কাজ করবে সেই তথ্যও তুলে ধরেছে মডার্না। তৃতীয় ডোজের পর শরীরে এমন এন্টিবডি তৈরি হবে, যা ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ করবে।  
     
করোনা থেকে সুরক্ষায় এরই মধ্যে অনেক দেশে বাজারে প্রচলিত টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দেখা গেছে বাড়তি এই ডোজ করোনা আক্রান্ত রোগীর মারাত্মক শারীরিক জটিলতা এবং মৃত্যু রুখে দিতে বেশ কার্যকর। এমনটি ওমিক্রনের বিরুদ্ধেও ভালো ফল দিয়েছে বুস্টার ডোজ।

এদিকে বুধবারই বিবিসির এক প্রতিবেদনে ওমিক্রন রোধে ফাইজারের নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর কথা জানানো হয়। ফাইজারের নতুন টিকার পরীক্ষা চালানো হবে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের ওপর। যারা এখনও করোনার টিকার কোনো ডোজ নেননি তাদের নতুন টিকার তিনটি ডোজ দেওয়া হবে। অন্যদিকে এর আগেই টিকা নেওয়া ব্যক্তিরা পাবেন একটি বুস্টার ডোজ। ওমিক্রন রোধে টিকার নতুন সংস্করণ নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকাও।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও