ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ৫ নির্দেশনা


গো নিউজ২৪ | স্বাস্থ্য প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১২:৫৫ এএম
টিকাদান কর্মসূচি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ৫ নির্দেশনা

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে শনিবার (৭ আগস্ট) থেকে। সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড বা অঞ্চল ভেদে শনি থেকে সোমবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষ্যে স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ কর্তব্যরতদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৫ আগস্ট) অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন জাতীয় করোনা টিকা ক্যাম্পেইনের জন্য আপনাদের আন্তরিক সহযােগিতা ও উৎসাহ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়ন সংক্রান্ত পরিবর্তিত নির্দেশনাসমূহ-

১. শনিবার (৭ আগস্ট) দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় করোনা টিকা ক্যাম্পেইন শুরু হবে।

২. উপজেলা ও পৌরসভাগুলোর যেসব ইউনিয়ন ও ওয়ার্ডে শনিবার (৭ আগস্ট) নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম রয়েছে সেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ৮ আগস্ট অথবা ৯ আগস্ট ক্যাম্পেইন পরিচালিত হবে।

৩. প্রয়োজনে দুর্গম এলাকায় ৭ থেকে ৯ আগস্ট এর মধ্যে স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে।

৪. সিটি করপোরেশন এলাকায় ৭-৯ আগস্ট ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখা যেতে পারে।

৫. উপজেলা ও পৌরসভা এলাকায় সিনােফার্ম ও সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হবে।

এতে বলা হয়েছে, ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র প্রথম ডােজ টিকা দেওয়া করা হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডােজ দেওয়া হবে।

টিকাদান সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা দেওয়ার পর টিম টিকাকেন্দ্রে এক ঘণ্টা অবস্থান করবে। তবে, নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনভাবেই বন্ধ করা যাবে না।
 

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!