ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গু চিকিৎসা: সমালোচনার একদিন পরেই বেড খালি নেই স্কয়ারে!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৪:৪২ পিএম আপডেট: জুলাই ২৮, ২০১৯, ১০:৪২ এএম
ডেঙ্গু চিকিৎসা: সমালোচনার একদিন পরেই বেড খালি নেই স্কয়ারে!

ডেঙ্গু রোগীর চিকিৎসায় মাত্রাতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে রাজধানীর নাম করা স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন মাত্র ২২ ঘন্টা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু এই সময়ের মধ্যে বিল করা হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার টাকা। 

বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে হাসপাতালটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দেশের সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

এদিকে রোববার বেড খালি নেই উল্লেখ করে ডেঙ্গু রোগী ভর্তি করা হবে না বলে একটি নোটিশ দেয় স্কয়ার হাসপাতাল। নোটিশে যদিও বেড না থাকার কথা উল্লেখ করে ক্ষমা চাওয়া হয়েছে তবে সাধারণ মানুষ মনে করছেন, অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি সামনে আসায় কৌশলে রোগী ভর্তি বন্ধ রাখার একটি চক্রান্ত এটি!এ নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। একজন লিখেছেন ‘এই কসাইখানায়ও কোন বেড ফাঁকা নেই। পুরো শহরটা হাসপাতাল হয়ে গেলে কি টনক নড়বে’?

উল্লেখ্য, ঢাবি ছাত্র স্বাধীনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায়। তিনি মারা যান শুক্রবার (২৬ জুলাই) রাত ৯.১০ মিনিটে (ডাক্তারের ভাষ্যমতে)। সে মতে ২২ ঘন্টার ও কম সময়ে হাসপাতালে বিল হয়েছে ১লক্ষ ৮৬ হাজার টাকা। 

বিলে দেখা গেছে, স্বাধীনের রক্তের ক্রসম্যাচ দেখানো হয়েছে কিন্তু সেটা সম্পন্ন হয়নি।কিন্তু রক্ত পরীক্ষা বাবদ বিল দেখানো হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ঔষধ বাবদ দেখানো হয়েছে ৩২ হাজার টাকা। অথচ ডাক্তার বললেন স্যালাইনের কথা ও ঢাকা মেডিকেলের নরমাল কিছু ঔষধের কথা। যার সর্বোচ্চ ৫০০ টাকার বেশি হবে না। 

অভিযোগ উঠেছে, পরীক্ষা না করিয়েই টাকা, বেড ভাড়া দুইদিনের যেখানে হোটেলের মতো চেক আউট সিস্টেম এ্যাপ্লাই করা হয়েছে। এর মাধ্যমে এটা প্রামাণিত যে, স্কয়ার হাসপাতাল আসলে চিকিৎসার নামে বাণিজ্য করছে। 

গো নিউজ২৪/আই

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!