ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা বঞ্চিত চর মোজাম্মেলের ১৫ হাজার বাসিন্দা


গো নিউজ২৪ | ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৬, ২০১৮, ০৩:২২ পিএম আপডেট: জুলাই ৬, ২০১৮, ০৯:২২ এএম
স্বাস্থ্যসেবা বঞ্চিত চর মোজাম্মেলের ১৫ হাজার বাসিন্দা

ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে ১৫ বছর ধরে জনবসতি শুরু হলেও আজও গড়ে উঠেনি কোন ক্লিনিক বা হাসপাতাল। ফলে চিকিৎসা নিতে দূর-দূরান্তে যাওয়ার সময় পথেই মৃত্যু হচ্ছে অনেক গর্ভবতী মা ও আশংঙ্কাজনক রোগীর।
 
এ চরে বসবাসরত ১৫ হাজার মানুষ চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এখানে দ্রুত ক্লিনিক বা হাসপাতাল স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়ায় দাবী জানিয়েছেন স্থানীয়রা।

ভোলার সিভিল সার্জন বলছেন, খুব দ্রুত সেখানে ক্লিনিক স্থাপনের প্রস্তাব পাঠানো হবে।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বুকে জেগে উঠা বিচ্ছিন্ন চর মোজাম্মেল। ২০০৩ সালে এ চরে জনবসতি শুরু হয়। বর্তমানে এখানে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। 

এখানকার মানুষের আয়ের উৎস্য কৃষি ও মৎস্য শিকার। চর মোজাম্মেল থেকে তজুমদ্দিন যেতে হলে ট্রলার যোগে ১ ঘন্টারও বেশি সময় লাগে। 

এতে জনপ্রতি ট্রলার ভাড়া দিতে হয় ৭০ থেকে ৮০ টাকা। তাও আবার দিনে ১-২ টি ট্রলার যাতায়াত করে ওই চরে। কিন্তু দুখের বিষয় হলেও সত্য, বিশাল এ জনবসতিপূর্ণ চরের বাসিন্দাদের ভাগ্যে এখনো স্বাস্থ্যসেবা জোটেনি। কোন সরকারি বা বেসরকারি চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেনি এখানে।  

চরে পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় নদী কিংবা খালের পানি পান করে রোগাক্রান্ত হচ্ছে স্থানীয় শিশু ও বয়স্করা। এখানকার মানুষের চিকিৎসা সেবা পেতে যেতে হয় তজুমদ্দিন বা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যাতায়াতের একমাত্র মাধ্যম ছোট ছোট ট্রলার। 

সেখানে যেতে হলে ট্রলার রির্জাভ করলে খরচ পরে ৪-৫ হাজার টাকা। দরিদ্র এ মানুষের পক্ষে এত টাকা খরচ অনেক সময় সম্ভব হয়না।

দূরে দিয়ে চিকিৎসার করার জন্য ট্রলার যাওয়ার পথে অনেক সময় গর্ভবতী মা ও আশঙ্কাজনক রোগীর নদী পথেই মৃত্যু হয়।


 
তবে চর মোজাম্মেলের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য মাঝে মধ্যে তজুমদ্দিন থেকে চিকিৎসক পাঠিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান ইউপি চেয়ারম্যান ।

এব্যাপারে ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, চর মোজাম্মেলে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য একটি প্রস্তাব পাঠানো হবে। আপাতত ঠান্ডা মৌসুমে ট্রলার নিয়ে স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা সেবা দিতে যাচ্ছে।


গো নিউজ২৪/আই

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!