ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‍‍`অ্যান্টিবায়োটিক হোক সঠিক‍‍` এর সাফল্য


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৮:১১ পিএম
‍‍`অ্যান্টিবায়োটিক হোক সঠিক‍‍` এর সাফল্য

দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে বিভিন্ন রোগ-শোকে ভরসার স্থানে পরিণত হয়েছে অ্যান্টিবায়োটিক ঔষুধ। তাই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডেমোক্রেসি ওয়াচের কো-অর্ডিনেটর এবং ব্রিটিশ কাউন্সিলের ফ্যাসিলিটেটর, ফাতেমাতুল বতুলের তত্ত্বাবধানে কিছু একটিভ সিটিজেনের নেতৃত্বে 'অ্যান্টিবায়োটিক হোক সঠিক' নামে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়।

যার মূল উদ্দেশ্য ছিল অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন করা এবং এর অপব্যবহার বন্ধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করা। গত ১০ ই মার্চ অ্যাকটিভ সিটিজেন রিজিওনাল অ্যাচিভারস সামিট ২০১৮ -এ মোট ১৮ টি সামাজিক উদ্যোগের মধ্যে এটি তৃতীয় স্থান অধিকার করে।

সামিটটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জনাব কানবার হুসেন বোর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহেম এবং ইউএসএইআইডি-ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রকল্পের সাবেক চিফ অব পার্টি ডা. হালিদা হানম আক্তার। সভাপতিত্ব করেছেন ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সামিটে ৩৫০ জনের বেশি তরুণ-তরুণী ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। সামিটে অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডাররা স্টলের মাধ্যমে তাদের গৃহীত সামাজিক উদ্যোগগুলো প্রদর্শন করেন। উদ্যোগটির এ অর্জনের পেছনের যেসকল অ্যাকটিভ সিটিজেন রয়েছেন, তাদের মধ্যে প্রান্তিকা সিনহা, সাদিয়া বিনতে জামান, ডালিয়া আক্তার, আল মারুফ তোফায়েল, ফজলে রাব্বি, সাজিয়া জেবা, মতিউর রহমান, রাফা রহমান অন্যতম ছিলেন।

গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া এ সামাজিক উদ্যোগটি ২০১৮ সালে ইন্টারন্যাশনাল স্টাডি ভিসিটে শ্রীলংকাতে উপস্থাপন করা হয়েছিল। সেখানে এক পরিসংখ্যানে দেখানো হয় যে, পরিবেশ বিষয়ক সংগঠন,পরিবেশ বাচাও আন্দোলন ( পবা) এর মতে, ঢাকা শহরে প্রায় ৫৫.৭০% মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গিয়েছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষনায় বলা হয়েছে, বাংলাদেশে হাসপাতালগুলোতে ভর্তিকৃত ৫০ ভাগ রোগী অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। এবং এসব কারণে গড়ে প্রতি বছর ৩০০০ কোটি টাকার ঔষুধ অপচয় হয়। মূলত, তরুন ছাত্র ছাত্রীদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষদের অ্যান্টিবায়োটিক সচেতন করে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য।

 

গো নিউজ২৪/আই

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!