ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩ দিনে রমেকে প্রাণ হারালেন ১৫ জন


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৮:২৬ পিএম
১৩ দিনে রমেকে প্রাণ হারালেন ১৫ জন

শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ১৫ নারী প্রাণ হারালেন।

বুধবার রাত সাড়ে ৩টায় কুড়িগ্রামের মনিডাকুয়া গ্রামের এনামুল হকের স্ত্রী নুরিজা বেগম এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার স্ত্রী আরজিনা বেগম মারা যান।

রংপুর মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা ১৫ জন নারীর মৃত্যু হয়েছে। এখনও রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৫৫ ব্যক্তি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের বেশিরভাগের শরীরের ৩০ থেকে ৫০ ভাগ পুড়ে গেছে।

এর আগে যারা নিহত হলেন- লালমনিরহাট জেলার সদর থানার সাম্মি আখতার (২৭), একই জেলার পাটগ্রামের ফাতেমা বেগম (৩২) ও আলো বেগম (২২), রংপুরের কাউনিয়ার গোলাপি বেগম (৩০), নীলফামারীর রেহেনা বেগম (২৫), রংপুর নগরীর নজিবের হাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন (৪০), ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুরের জুম্মাপাড়া পাকার মাথার রুমা খাতুন (৬৫), রংপুর মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫), নীলফামারী সদরের সোনারাম গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০), লালমনিরহাট জেলার রাজপুর গ্রামের শুকমনি (৭০), রংপুরের তারাগঞ্জ উপজেলার জামেরন বেওয়া (৮০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসু বেগম (৬৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে বলেন, শীত তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় রংপুর বিভাগের বিভিন্ন এলাকার অন্তত শতাধিক নারী-পুরুষ ও শিশু দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশি ভাগের শরীরের ৩০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়।

গোনিউজ২৪/কেআর

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!