ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্লিম হতে এলেন ভারতে


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৬:২৮ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১২:২৮ পিএম
স্লিম হতে এলেন ভারতে

ছবি: সংগৃহিত

ডেস্ক: ওজন তার প্রায় ৫০০ কেজি। মিশর থেকে তিনি এসেছেন মুম্বাই-এর একটি হাসপাতালে। ম্লিম হতে চান তিনি। 

গত শনিবার মিশরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাইয়ের হাসপাতালে এসে ভর্তি হয়েছেন বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিত ইমান আহমেদ। তার এই অস্বাভাবিক স্থূলতা একটা জটিল রোগবিশেষ, যা নিরাময় করার সুযোগ-সুবিধা কম জায়গাতেই আছে। চিকিৎসার খরচও প্রচুর। আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাইতে আনতে ঘাম ছুটে গেছে হাসপাতাল কর্মীদের।

গত ১৩ বছর ধরে তিনি বিছানায়। নড়াচড়া করার ক্ষমতাটুকুও নেই। ইমানকে প্রথমে আনা হয় একটি বিশেষ মালবাহী বিমানে। বিমান থেকে ক্রেনে করে নামিয়ে তোলা হয় এক বিশেষ ট্রাকে। তারপর নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের চার্নি রোডের সাইফি হাসপতালে। হাসপাতালের দোতলায় ইমানের জন্য তৈরি বিশেষ খাটে শোয়ানোও হয় ক্রেনে করে। 

ইমানের চিকিৎসক ড. মুফাজ্জল লাকড়াওয়ালা জানান, উনাকে মুম্বাইয়ের হাসপাতাল পর্যন্ত আনতেই খরচ হয় প্রায় ৮০ লাখ টাকা।

তিনি জানান, ৩৫ বছর বয়সি ইমানের চিকিৎসার জন্য মাসখানেক ধরে চলবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। করা হবে নানা ধরনের টেস্ট। দেখা হবে লেপটিনের মতো জেনেটিক ত্রুটি আছে কিনা। ইমানের জেনেটিক টেস্টের রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে। দেহের জলীয় পদার্থ নিষ্কাশনেও সময় লাগবে চার সপ্তাহের মতো। চিকিৎসা সূচির মধ্যে আছে দুটো অপারেশন, ডায়েট প্ল্যান, ফিজিওথেরাপি ইত্যাদি।
 
প্রথম বারিয়াট্রিক অপারেশনের পর ইমানের ওজন ৮০ থেকে ১০০ কেজির মতো কমবে। এই অপারেশনের নাম গ্যাস্ট্রোক্টমি। পাকস্থলির আকার এখন যা আছে তার থেকে ১৫ শতাংশ ছোট করা হবে। ছোট করার পর দেহ সঙ্কুচিত হবে এবং ইমান সাধারণ বিমানের বিজনেস ক্লাসের সিটে বসেই তার আলেকজান্দ্রিয়ার বাড়িতে ফিরে যেতে পারবেন বলে জানালেন বারিয়াট্রিক সার্জেন লাকড়েওয়ালা। 

তারপর আবার ইমানকে আসতে হবে দ্বিতীয় অপারেশনের জন্য যার নাম সাডি। আন্ত্রিকের লুপগুলি কেটে ছোট করা হবে। এখন ইমানকে দেয়া হচ্ছে কম ক্যালোরি, হাই প্রোটিন এবং তরল খাবার। পুরো চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগবে মোটামুটি চার বছর। 

ইমানের সঙ্গে আসা তার বোন সায়মা জানান, পাঁচ বছর আগে ইমানের ওজন ছিল ৩৩০ কেজির মতো। এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ।

গোনিউজ২৪/এম

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!