ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটের আকাশে যুদ্ধবিমান! আতঙ্কে নগরবাসী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২০, ২০১৯, ০৮:৪৭ এএম
সিলেটের আকাশে যুদ্ধবিমান! আতঙ্কে নগরবাসী

সিলেট: হঠাৎ আকাশে বিকট শব্দ। গোটা আকাশ প্রকম্পিত করে সেই শব্দ নেমে এলো মাঠিতে। মাটিতে দাঁড়িয়ে থাকা লোকজন তখনো কিছুই বুঝে উঠতে পারেননি। সবার দৃষ্টি কেবলই আকাশের দিকে। বিকট শব্দে আকাশে উড়ছে তখন বিমান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায়। হঠাৎ করেই সিলেটের আকাশে দেখা গেলো একটি বিমান। সাথে আকাশ কাঁপিয়ে শব্দ। বিমানের এই মহড়ার স্থায়িত্ব ছিলো প্রায় ২০ মিনিট।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিলেটবাসী। অনেককে তখন যে যার মতো ছুটোছুটি করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

আকাশ কাঁপিয়ে এতো বিকট শব্দ কেউ ইতিপূর্বে কেউ শোনেনি বলে জানান স্থানীয়রা। সেজন্যই এই আতঙ্ক।

এ সময় আতঙ্কিত নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, লামাবাজার, মিরাবাজার, সোবহানীঘাটসহ পুরো নগরীর মানুষ দিক-বিদিক ছুটোছুটি শুরু করেন।

কেউ কেউ বলছেন, বিমানটি সম্ভবত যুদ্ধ বিমান। মহড়া প্রদানের বিশেষ উদ্দেশ্যেই আকাশে উড়ছে বিমান। অবশ্য কেনো এই যুদ্ধ বিমান কিংবা সিলেটের আকাশেই কেনো বা এই মহড়া? তার কোনো জবাব পাওয়া যায়নি। সূত্র:  দৈনিক যুগান্তর

গো নিউজ২৪/এমআর

 

 

 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে