ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‍‍`ভাইয়া‍‍` আপনারা না চাইলে কিছুই করবো না


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০৬:৩৪ পিএম আপডেট: মার্চ ১৮, ২০১৯, ১২:৩৪ পিএম
‍‍`ভাইয়া‍‍` আপনারা না চাইলে কিছুই করবো না

নির্বাচনের কয়েকদিনের মধ্যেই ডাকসুর নবনির্বাচিত ভিপির নাম হয়েছে ‘মি. আনপ্রেডিক্টেবল’। কারণ হিসেবে বলা হচ্ছে, একদিকে অভাবনীয় বিজয়ে তিনি ডাকসুর ভিপি হওয়ার আগ্রহ দেখাচ্ছেন। আবার তাকে ভিপি করার ব্যাপারে যে ছাত্রসংগঠনগুলো ভূমিকা রেখেছে ও কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্মকেও তিনি অস্বীকার করতে পারছেন না।

ডাকসু নির্বাচনে অভাবনীয় ও নাটকীয়ভাবে ভিপি নির্বাচিত হওয়ার পর ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছেন কোটা সংস্কারের এই নেতা। যখন তিনি ছাত্রলীগ দ্বারা পরিবেষ্টিত থাকেন তখন তিনি বলেন, নির্বাচন সুন্দর হয়েছে। তিনি শপথ গ্রহণ করবেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। আবার যখন তিনি কোটা সংস্কার আন্দোলনপন্থীসহ ছাত্রলীগের বিরুদ্ধপক্ষের সঙ্গে থাকছেন তখন তিনি বলছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এবং তিনি পুনর্নির্বাচন দাবি করছেন।

এদিকে এক বিশেষ সূত্রে জানা গেছে, শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে ক্যাম্পাসে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন নুর। 

গণভবনে নুর অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে ‍তুলে ধরেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি পান বলে প্রধানমন্ত্রীকে মা বলে ডাকেন এবং তাকে সালাম করেন। প্রধানমন্ত্রী এতে অনেক খুশি হন এবং নুরকে সন্তানের মতোই স্নেহ করেন। 

সেখানে নৈশভোজ শেষে তিনি বের হয়ে কোটা সংস্কার প্লাটফর্ম, প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে একটি বৈঠকে করেন। সেখানে তাকে তীব্র ভর্ৎসনার শিকার হতে হয়। 

এরপর তিনি ছাত্রদলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। সেখানে ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোস্তাফিজুর রহমান তাকে লন্ডনে বসবাসরত  তারেক রহমানের সঙ্গে কথা বলিয়ে দেন। 

বিশেষ সূত্রে জানা গেছে, তারেক রহমান শপথের বিষয়ে জানতে চাইলে নুর বলেন, ‘ভাইয়া’ আমি যেটাই করি না কেন সকলের মত এবং পরামর্শ নিয়েই করবো। আপনারা চান না এমন কিছুই করবো না। 

এরপর রোববার সংবাদ সম্মেলনে পুনঃনির্বাচনের দাবিতে অনড় থাকার কথা বলেছেন তিনি। যদিও পুনঃনির্বাচনের দাবিতে সোমবার ৫প্যানেলের ঘোষিত উপাচার্য কার্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচিতে আসেননি নুর। 

নুর কোথায় জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান বলেন, নুর অসুস্থ তাই কর্মসূচিতে আসতে পারেনি।

তার কি হয়েছে জানতে চাইলে সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে রাশেদ বলেন, আমরা ৫টি প্যানেলের প্রতিনিধিরা কম বেশি সবাই এখানে আছি। আমাদের নেতৃবৃন্দ বসে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। ততক্ষণ আমরা ভিসি কার্যালয়ের সামনেই অবস্থান নেব।

গো নিউজ২৪/আই

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে