ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেটে কাঁচি রেখেই সেলাই দিলেন চিকিৎসক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০২:৪৯ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৮:৪৯ এএম
পেটে কাঁচি রেখেই সেলাই দিলেন চিকিৎসক

নিউজ ডেস্ক: তিন মাস আগে হাসপাতালে অস্ত্রোপচার হয় এক মহিলার। হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার পর থেকেই অন্যরকম এক যন্ত্রণায় ভুগতে থাকেন তিনি। পেটে মারাত্মক যন্ত্রণা হতে থাকে। পরে আবারো চিকিৎসকের স্মরণাপন্ন হন।

পেটে একটি সার্জিক্যাল কাঁচি ধরা পড়ে এক্স-রেতে। অপারেশনের সময় কাঁচিটি ওই নারীর পেটে রেখে দিয়েছিল শল্য চিকিৎসকেরা। যে কারণে যন্ত্রণায় ভুগছেন তিনি।

সাম্প্রতি সময়ে এমনি একটি ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এনআইএমএস) হাসপাতালে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এনআইএমএস হাসপাতালে তিন মাস আগে অস্ত্রোপচার হয় ৩৩ বছর বয়সী ওই নারীর।

বাড়ি ফিরে যন্ত্রনা শুরু হলে একসময় অতিষ্ট হয়ে আবার একই হাসপাতালে যান তিনি। এক্স-রে করানো হয় তার। রিপোর্ট দেখেই চমকে ওঠেন চিকিৎসকরা।

পেটের মধ্যেই অপারেশনে ব্যবহৃত কাঁচি রেখে দিয়েছিলেন চিকিৎসক।  গত রোববার সকালে আবার তার অস্ত্রোপচার করে ওই বের করা হয়।

এ ঘটনায় এনআইএমএসের পরিচালক কে মনোহর দুঃখ প্রকাশ করে এনডিটিভিকে বলেন, এটা অনাকাংক্ষিত। আমরা দ্রুত ওই নারীর পেট থেকে কাঁচিটি বের করে দিয়েছি।

গো নিউজ২৪/এমআর

 

 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে