ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিদিনই গাড়ি পরিষ্কার রাখে নুরুল আমিন, কখন আসবে ম্যাডাম...


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ৯, ২০১৮, ০৮:১৩ পিএম
প্রতিদিনই গাড়ি পরিষ্কার রাখে নুরুল আমিন, কখন আসবে ম্যাডাম...

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি জীবনের একটি মাস পার হয়ে গেল। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজার রায় ঘোষণার পর থেকে নাজিমুদ্দীন রোডের কারাগারে অন্তরীণ তিনি। আর সেদিন থেকেই তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ সুনসান, নীরব। কেউ নেই বাসায়। কেউ যায়ও না।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সময় কাটছে ইবাদত-বন্দেগি করে এবং বই ও পত্রিকা পড়ে। গত এক মাসে তার সঙ্গে দেখা করতে গিয়ে বিএনপি নেতা, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক মহিলা এমপিরা কারা ফটক থেকেই ফিরে এসেছেন। কারা অধিদপ্তরের অনুমতি মেলেনি। তবে এই সময়ের মধ্যে খালেদা জিয়ার পরিবারের সদস্য, তার আইনজীবী এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাতের সুযোগ পেয়েছেন।

কারাগারে যাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার দেখা করেন তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমাসহ পরিবারের সদস্যরা। সর্বশেষ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষাতের সুযোগ পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব এম বি এম আবদুস সাত্তার। বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর গত এক মাসে তাঁর সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতাদের এটাই প্রথম সাক্ষাৎ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি আইনজীবীরা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। গতকাল বৃহস্পতিবারও আইনজীবীরা তার সঙ্গে দেখা করেন। পাঁচজনের এই প্রতিনিধিদলে ছিলেন আবদুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।

জানতে চাইলে সানাউল্লাহ মিয়া গতকাল বলেন, জেল সুপারর পাশে ওয়েটিং রুমে আমরা ম্যাডামের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিটের এই সাক্ষাতে মূলত মামলা নিয়েই বেশি আলোচনা হয়েছে। মামলার বিষয়ে আলোচনা শেষে তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, ‘অন্যায়ভাবে আমাকে জেলে রাখা হয়েছে। এর পরও দেশবাসী, সার্বিক রাজনৈতিক ও সামাজিক অবস্থা, দলের নেতাকর্মীদের খোঁজখবর আমি রাখছি। আমি কোনো অন্যায় করিনি। আর অসত্যের সঙ্গে কোনো আপস করবেন না বলেও জানিয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারে খালেদা জিয়ার বেশির ভাগ সময় কাটে ইবাদত-বন্দেগি করে। এ ছাড়া তিনি পত্রিকা ও বই পড়েন। কক্ষে একটি টিভি দেওয়া হলেও সেটি দেখেন না।

সুনসান ‘ফিরোজা’ : খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় নিরাপত্তা প্রহরী ও ভেতরের কর্মীরা সবাই আছেন। বাসভবনের একাধিক কর্মী বলেন, ‘ম্যাডাম নেই, বাড়িটা একেবারেই খালি। আমরা প্রতিদিন অপেক্ষায় থাকি কবে ম্যাডাম ফিরবেন।’ এক কর্মী বলেন, ‘বাসা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে।

ম্যাডামের লাগানো ফুলের বাগান রয়েছে। সেগুলো আমরা প্রতিদিন পরিচর্যা করি। শীতের সময় লাগানো সবজি ইতিমধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কিন্তু তিনি নেই।

কারাগারে যাওয়ার দিন কেঁদে চোখ ভেজানো গাড়িচালক নুরুল আমিন আলো বলেন, ‘প্রতিদিনই গাড়ি পরিষ্কার রাখি। অপেক্ষায় থাকি কখন ম্যাডামকে নিয়ে আবারও অফিসে যাব। ম্যাডাম কারান্তরীণ হওয়ার পর তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী ফরিদা কানিজ কয়েক দিন এসেছিলেন এখানে। তারা কিছুক্ষণ থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চলে গেছেন।

 

গো নিউজ২৪/আই

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে