ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডি কককে মারতে যাওয়ার রহস্য উম্মোচন করলেন স্বয়ং ওয়ার্নার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ৫, ২০১৮, ১১:১৩ পিএম
ডি কককে মারতে যাওয়ার রহস্য উম্মোচন করলেন স্বয়ং ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার একসময় খুব ক্ষ্যাপাটে ছিলেন। পরে বাবা হয়েছেন। মদ ছেড়েছেন। জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান বোর্ডের সাথেও সেদিন খেলোয়াড়দের স্বার্থ নিয়ে মুখোমুখি লড়াই করে জিতেছেন। গত কয়েক বছরে বিশ্ব দেখেছে আপাদমস্তক বদলে যাওয়া ওয়ার্নারকে। সেই ওয়ার্নার কেন রোববার চা বিরতির সময় ড্রেসিং রুমে যাওয়ার পথে ডি কককে মারতে তেড়ে গেলেন? অস্ট্রেলিয়ান সংবাদপত্রের খবর, ওয়ার্নারের দুই সন্তানের মা ক্যানডিসকে টেনে এনে গালি দিয়েছিলেন ডি কক। ধৈর্য্য রাখতে পারেননি ওয়ার্নার তার দুই সন্তানের মাকে নিয়ে এমন বাজে কথা শুনে। সোমবার ডারবানের ম্যাচশেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের কথাতেও এর প্রতিধ্বনি।

একটা উইকেট দরকার ছিল জিততে। ১৮ মিনিটে সেই কাজ করে সোমবার কিংসমিড টেস্ট ১১৮ রানে জিতেছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে দিয়ে প্রেস কনফারেন্সে এসে মুখ খুললেন স্মিথ। সেখানেই জানালেন, বিষয়টাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

‘দুই দলের কারো কাছ থেকেই এমনটা হওয়া ঠিক না। মাঠে ব্যক্তিগত বিষয় টেনে আনা যাবে না। এ ব্যাপারে মাঠে আমরাও খুব সতর্ক থাকি।’ পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে স্মিথ রোববারের ওই বিতর্কিত ঘটনা টেনে জানালেন, ‘আমি যতটা জানি আমরা তো কুইন্টনকে ব্যক্তিগত আক্রমণ করিনি। সে যা বলেছে তা ডেভির দিকে ব্যক্তিগত আক্রমণ হয়েই গেছে। আমরা সবাই দেখেছি তাতে করে আবেগী একটা জবাব এসেছে।’

ডি কক আসলে কি বলেছেন তা এখনো জানা যাচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রও প্রচার করছে যে ডি কক ব্যক্তিগত আক্রমণ করেছিলেন ওয়ার্নারকে। ওয়ার্নার এমনিতে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার। তার ওপর চতুর্থ দিন এবি ডি ভিলিয়ার্সের রান আউটে যে আগ্রসন দেখিয়েছিলেন তা মেনে নিতে পারেননি প্রোটিয়ারা। কথা হচ্ছে সেই বিষয় নিয়েও।

তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে চা বিরতির সময় প্লেয়ার্স জোনের উত্তাপ। দুই দল একসাথেই ফিরছিল। অপরাজিত ব্যাটসম্যান আইডেন মারকারামের সাথে ছিলেন ডি কক। ওই সময় টানেলে ঝামেলার শুরু। সিসিটিভি সাক্ষ্য দিচ্ছে, ওয়ার্নার এক পর্যায়ে ডি ককের দিকে মারমুখী হয়ে ছুটে যাচ্ছেন। উসমান খাজা, ন্যাথান লায়ন সামলাচ্ছেন ব্যাটসম্যানকে। এরপরও ঠাণ্ডা হয় না পরিস্থিতি। উইকেটরক্ষক টিম পেইন দাঁড়ান গিয়ে ওয়ার্নারের সামনে। এরপর অধিনায়ক স্মিথ গিয়ে তার ডেপুটি ওয়ার্নারকে টেনে নিয়ে যান। বিতর্কিত ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তের ঘোষণা দিয়েছে।

সূত্র : রয়টার্স ও ক্রিকেট ডট কম ডট এইউ।
গোনিউজ২৪/এআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে