ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জায়গা এ কোন তালিকায়?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ০৯:৩৫ পিএম
বাংলাদেশের জায়গা এ কোন তালিকায়?

১৯৩ রানের রেকর্ডময় সংগ্রহের পরও সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। তাও নির্ধারিত ২০ ওভারে খেলতে নেমে ছয় উইকেটে জয় লঙ্কানদের।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুর শেরে-ই-বাংলায় বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা স্বল্প ওভারের ম্যাচ টি-২০ ক্রিকেটে স্বাগতিকদের সর্বোচ্চ ইনিংসও বটে। টাইগারদের এতবড় সংগ্রহ দেখে হয়তো অনেকে ভেবেছিল আজ কোনভাবেই জিততে পারবে না সফরকারীরা।  কিন্তু হায় একি হলো, বাংলাদেশের ঝড়ো ইনিংসের পর উল্টো টর্নোডো ইনিংস খেলে দিল লঙ্কানরা। 
১৫তম ওভারের শেষ বলটি মাঝ স্টাম্প বরাবর রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। দাসুন শানাকা কিছুটা শাফল করে তুলে মারলেন লং অনের ওপর দিয়ে। সম্ভবত ম্যাচের সবচেয়ে বড় ছক্কা। ১৯৩ রানের চূড়ায় উঠেও বাংলাদেশের জয়ের আশা ততক্ষণে পেয়েছে অক্কা!

অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ রক্ষার লড়াইয়ে নেমেছিল মাহমুদউল্লাহর দল। কিন্তু বোলিং করতে গিয়ে শ্রীলঙ্কাকে তাঁর সতীর্থরা ‘উপহার’ দিয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করার স্বাদ! মোট ছয় বোলার ব্যবহার করেছিলেন মাহমুদউল্লাহ। এর মধ্যে শুধু নাজমুল ইসলাম ওভারপ্রতি সাতের নিচে রান দিয়েছেন। বাকি পাঁচ বোলারের সবাই দশের ওপরে! 

বাংলাদেশের বোলারদের এই ‘উদারহস্ত’ খরচের শীর্ষে সাইফউদ্দিন—২ ওভারে রান দিয়েছেন ১৬.৫০ করে। রুবেল হোসেনের মতো অভিজ্ঞ বোলারও ৩.৪ ওভারে ৫২ রান দিয়েছেন। মানে ওভারপ্রতি ১৪.১৮ রান করে। তা, রান আটকানোয় বোলারদের এমন ঢিলে বাঁধনে বাংলাদেশ কিন্তু ছিটকে পড়েছে এক ‘অনাকাঙ্ক্ষিত’ তালিকায়—টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ন্যূনতম ১৯৩ কিংবা তদূর্ধ্ব রান করেও এ পর্যন্ত হারের নজির ছিল নয়টি। শ্রীলঙ্কা সেই তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে দাখিল করল বাংলাদেশকে!

‘অনাকাঙ্ক্ষিত’ এই হারের ‘দুর্দান্ত দশ’ তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালে জোহানেসবার্গে ৭ উইকেটে ২৩১ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল প্রোটিয়ারা। টি-টোয়েন্টিতে এটি রান তাড়া করার রেকর্ড। দ্বিতীয় শীর্ষ দলটাও সেই প্রোটিয়ারাই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের স্কোরকে ছেলেখেলা বানিয়ে ছেড়েছিল ইংল্যান্ড। 

টি-টোয়েন্টিতে এর আগে মোট ছয়টি দল ১৯৩ কিংবা তদূর্ধ্ব রান করেও হারের তেতো স্বাদ পেয়েছিল। দক্ষিণ আফ্রিকা ছাড়াও এখানে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। বাংলাদেশ আজ থেকে এখানে ‘সপ্তম’ নরকযন্ত্রণায় ভোগা দল!

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে