ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বার্সার ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও ‘না’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ১১:৩১ পিএম
বার্সার ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও ‘না’

আগের দিনই বার্সেলোনার মহাব্যবস্থাপক পেপ সেগুরা জানিয়েছিলেন, ফিলিপে কুতিনহোর চুক্তির ‘খুব কাছে’ চলে এসেছেন তারা। তবে নতুন খবর হলো, ব্রাজিলিয়ান প্লেমেকারের জন্য বার্সেলোনার তৃতীয় দফা ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে লিভারপুল।

নেইমারের শূন্যস্থান পূরণের জন্য কুতিনহোকে চাইছে বার্সেলোনা। কুতিনহোর পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ডের উসমান ডেম্বেলেকেও দলে টানতে চাইছে কাতালান ক্লাবটি। তবে গত সপ্তাহে কুতিনহোর জন্য বার্সার দ্বিতীয় দফা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় লিভারপুল। এর পরই অবশ্য ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান প্লেকেমার ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে লিভারপুলের কাছে আবেদন করেন।

কুতিনহো পিঠের চোটের কারণে নতুন মৌসুমে লিভারপুলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও খেলতে পারবেন না। ম্যাচের আগের দিন শুক্রবার লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ট্রান্সফার নিয়ে আবার তার আগের কথাটাই জানিয়ে দিয়েছেন, কুতিনহো বিক্রির জন্য নয়।

যদিও বৃহস্পতিবার বার্সেলোনার মহাব্যবস্থাপক পেপ সেগুরা স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘টিভি-৩’কে বলেছিলেন, কুতিনহোর চুক্তির ‘খুব কাছে’ চলে এসেছেন তারা। তবে শুক্রবার লিভারপুল বস ক্লপ বলেছেন, ‘এই মানুষগুলো কেন এসব বলে আমি জানি না। এমনকি আমি তাদের চিনিও না- বিশেষ করে এই (সেগুরা) ব্যক্তিকে। তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি।’

গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করেন কুতিনহো। তবে সেই চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
গোনিউজ২৪/এআর

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে