ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পরিণতি যুক্তরাজ্যের মত হতে পারে যেসব কারণে


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২০, ০৫:৫১ পিএম আপডেট: মে ৮, ২০২০, ১১:৫১ এএম
বাংলাদেশের পরিণতি যুক্তরাজ্যের মত হতে পারে যেসব কারণে

লকডাউনের পরেও কেন যুক্তরাজ্যে রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে এইটাই এখন প্রশ্নের বিষয়। বিশেষজ্ঞরা এর পেছনের কয়েকটি কারণ বের করেছে। যে কারণগুলো বাংলাদেশেরও জানা অতীব জরুরি।

১. আগের চেয়ে টেস্ট বেড়েছে। কোন লক্ষণ প্রকাশ না পেলেও মানুষ এখন টেস্ট করাচ্ছে। আর এজন্য স্বাভাবিক ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও টেস্টের সংখ্যা যত বাড়বে তত আক্রান্তর সংখ্যা বাড়তে পারে।

২. অন্যান্য দেশের মত যুক্তরাজ্যের লকডাউন এতটা কঠোর নয়। মানুষ শরীর চর্চার জন্যও বাইরে বের হচ্ছে। যেখানে ইতালি,স্পেন, ফ্রান্সের মত দেশে জরুরী প্রয়োজন ছাড়া মানুষ কোনভাবেই বাইরে বের হতে পারে না। বাংলাদেশে ইতিমধ্যে অনেক কিছুই খুলে
দেওয়া হয়েছে। 

৩. চিকিৎসক এবং চিকিৎসা সেবায় নিয়োজিত মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসকরা নিয়মিত আক্রান্ত হচ্ছেন। 

৪. এখনো অনেক মানুষ নিয়ম মানছে না। অনেকেই কোন রকম প্রয়োজন ছাড়াই বাইরে বের হচ্ছে। পরিবার নিয়ে অনেকে বের হয়ে পড়েছে লং ড্রাইভে। বাংলাদেশের মানুষেরও প্রয়োজন ছাড়া বের হওয়ার অভ্যাসটা ত্যাগ করতে পারেনি। 

৫. প্রথম থেকেই দেশটিতে রয়েছে পিপিইর সমস্যা। কোন রকম সুরক্ষা ছাড়াই ফ্রন্টলাইনাররা কাজ করে যাচ্ছে। যদিও সেখানকার চিকিৎসকরা এটা মানছেন না। বাংলাদেশেও এমন সমস্যার অভিযোগ পাওয়া গেছে। 

৬. লকডাউন হলেই যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বিষয়টি এরকম না। করোনা ভাইরাসের রেশ পুরোপুরি শেষ হতে অনেক সময় লাগবে।

৭. যুক্তরাজ্যের আজকের অবস্থার আরেকটি অন্যতম কারণ হলো প্রয়োজনের অনেক পরে দেশটি লকডাউন করা হয়েছে। বেশিরভাগ দেশ সংক্রমণ শুরু হওয়ার কিছুদিনের মাথায় দেশ লকডাউন করছে সেখানে যুক্তরাজ্য করেছে অনেক পরে।

ইউরোপে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এখন যুক্তরাজ্যে। এছাড়া বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যাও এই দেশটিতে।

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী