ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল এসএমএসে জেনে নিন আপনার ভোটকেন্দ্র


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৭:২২ পিএম
মোবাইল এসএমএসে জেনে নিন আপনার ভোটকেন্দ্র

ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে আগামি ১ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ঢাকার ভোটারগণ। 

দুই সিটি নির্বাচনে প্রায় ৫৮ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উত্তরে ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন এবং দক্ষিণে ২৭ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন ভোটার রয়েছেন।

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪৯টি এবং ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১১২৪টি। ২০১৫ সালের ২৮ এপ্রিল দুই সিটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে মোবাইল এসএমএস-এর মাধ্যমে নিজের ভোটার নম্বর কত এবং আপনি কোন কেন্দ্রে ভোটটি দেবেন সেটি জানা যাবে। ভোটারদের সুবিধার্থে মোবাইল এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম জেনে নেওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এই সেবা নিতে এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে ১০৫ নম্বরে এসএমএস দিলেই ফিরতি এসএমএসে পেয়ে যাবেন সব তথ্য। এজন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর বা স্মার্ট আইডি কার্ড নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানতে পারবেন আপনার ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট কেন্দ্রে আপনার সিরিয়াল নম্বর।

ভোট দেওয়ার জন্য এসব তথ্য আগে প্রার্থীরা বাসায় বাসায় সরবরাহ করলেই কেবল জানা যেত। এছাড়াও ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের সাজানো টেবিল থেকে ভোটার তালিকা ঘেঁটে নিজের নাম ও ভোটার নম্বর বের করতে হতো। এ সময় অনেক ভোটারকে প্রভাবিতও করে ফেলতেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসব ঝামেলা এড়াতে ভোটারদের সুবিধার্থে এই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

তবে এই পদ্ধতিতে তথ্য জানতে দুটি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

এনআইডি নম্বরের ক্ষেত্রে ১৭ ডিজিট ও স্মার্ট আইডি নম্বরের ক্ষেত্রে ১০টি ডিজিট লিখতে হবে। যাদের এনআইডিতে ১৩টি ডিজিট আছে তাদের নম্বরের শুরুতে জন্ম সালটি লিখতে হবে। আরও বলা হয়েছে, একাধিকবার এসএমএস করার প্রয়োজন নেই। এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএস নাও আসতে পারে। সময় লাগলেও আপনার তথ্যসমৃদ্ধ এসএমএস আপনি পাবেন।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী