ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাদের পক্ষে কাজ না করার ঘোষণা রংপুরের মেয়র


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০২:৫৫ পিএম আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৮:৫৫ এএম
সাদের পক্ষে কাজ না করার ঘোষণা রংপুরের মেয়র

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে এরশাদের ছেলে রাহগির আল মাহিরকে (সাদ এরশাদ) মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে পার্টির নেতৃত্ব আর উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে জাপার কেন্দ্রীয় নেতাদের বিভক্তি থাকলেও এক সুরে কথা বলছে রংপুরের তৃণমূলের নেতাকর্মীরা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় দলটি ভাঙনের হাত থেকে রক্ষা পেলো বলেও মত রংপুরের নেতাকর্মীদের।

তবে উপনির্বাচনে এরশাদপুত্র সাদের পক্ষে কাজ করবেন না বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।

রংপুর-৩ আসনে সাদ এরশাদকে প্রার্থী হিসেবে ঘোষণার পর, এ নিয়ে মিশ্র-প্রতিক্রিয়া দলের তৃণমূলের নেতাকর্মী আর সাধারণ মানুষের। তবে বিরোধ নিরসনে কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।

রংপুর সিটির মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা অবশ্য আগের অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেছেন। তিনি সাদের পক্ষ হয়ে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আমি এই প্রার্থীর হয়ে কাজ করতে পারবো না। যারা তাকে মনোনয়ন দিয়েছেন তারা কাজ করবেন। জনগণ ভোট দিলে নির্বাচিত হবেন না দিলে হবেন না। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাদ এরশাদ ছাড়াও, এসএম ইয়াসির, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর-৩ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন, ও নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৭৬২ জন।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী