ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবজাতককে নিয়ে টানাটানি করছিল তিনটি কুকুর


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৪:২৪ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৯, ১০:২৪ এএম
নবজাতককে নিয়ে টানাটানি করছিল তিনটি কুকুর

চট্টগ্রামে কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার ভোরে আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে কন্যা নবজাতককে উদ্ধার করা হয়। 

এসআই মোস্তাফিজ বলেন, রাতের ডিউটি শেষে আক্তারুজ্জামান সেন্টারের সামনে ভোর ৫টায় ফোর্স নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি সড়কের বিপরীত দিকে আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে তিনটি কুকুর কিছু একটাকে নিয়ে টানাটানি করছিল। এগিয়ে দেখি একটি সদ্যোজাত শিশু। হাত পা নাড়াচাড়া করছিল আর কাঁদছিল। কুকুরগুলো তাকে নিয়ে টানাটানি করছে।

তিনি বলেন, সময়ক্ষেপণ না করে আমি তখন রাস্তায় প্রাতঃভ্রমণে বের হওয়া এক নারীর সাহায্য নিয়ে ওই শিশুটিকে উদ্ধার করি। রাস্তার একটি অস্থায়ী চায়ের দোকান (টং) থেকে কাপড় নিয়ে বাচ্চাটার শরীরে জড়িয়ে নিয়ে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন।

মোস্তাফিজ আরও বলেন, চমেক হাসপাতালে যাওয়ার পথে বাদামতলী মোড়ে জনতা ব্যাংকের সামনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখি।

এরপর স্থানীয়রা জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। এখানে রাস্তায় থাকেন। নাম জিজ্ঞেস করতে ওই নারী জানায়- তার নাম আয়েশা। কিন্তু আর কিছু বলতে পারছে না। তার শরীর রক্তাক্ত দেখে বুঝলাম এটাই প্রসূতি। 

তিনি বলেন, আনুমানিক ২৫-২৭ বছর বয়সী ওই নারীকে বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই শুধু রাস্তার উল্টো দিকে দেখাচ্ছিলেন। যেখানে বাচ্চাটিকে কুকুরগুলো নিয়ে টানাটানি করছিল। তখন আমি ধারণা করে নিলাম উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকটির মা এই নারী।

পুলিশের এই সদস্য আরও জানান, ওই নারীসহ শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান বাচ্চাটি সুস্থ আছে। আর নারীটিকে ৩৩নং গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

এসআই মোস্তাফিজ বলেন, আমার বার বার চোখে ভেসে উঠছে নবজাতকের গায়ে লেগে থাকা নাড়ি নিয়ে টানাটানি করছি কুকুরগুলো। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটির গায়ে কুকুরের একটি আচঁড় বা কামড় লাগেনি। এতেই শান্তি পেলাম যে ফুটফুটে বাচ্চাটি ভালো আছে, তার মাও সুস্থ আছে।

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বলেন, এক পুলিশ সদস্য শুধু বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নয় জনগণের বন্ধু হিসেবে পুলিশ সবসময় যে আছে তার প্রমাণ দিয়েছে এসআই মোস্তাফিজ।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী