ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৃত পর্বতারোহীদের নিয়ে বিপাকে নেপাল


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৩:০৫ পিএম আপডেট: জুন ১১, ২০১৯, ০৯:০৫ এএম
মৃত পর্বতারোহীদের নিয়ে বিপাকে নেপাল

বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ এভারেস্ট। এভারেস্ট জয়ের স্বপ্ন দেখতে দেখতেই বড় হয় যেকোনো পর্বতপ্রেমী। স্বপ্ন বাস্তবায়িত হলেই কেল্লা ফতে। কিন্তু হতভাগ্যের সংখ্যাও কম নয়। শৃঙ্গ জয়ের আগে বা পরে বহু পর্বতরারোহীরই মৃত্যু হয়। অনেকের পরিচয় মেলে, আবার অনেক তুষার পরিবৃত হয়ে পড়ে থাকেন বরফের পাহাড়ে।

অজ্ঞাত পরিচয় এসব এভারেস্ট অভিযাত্রীদের নিয়েই সমস্যায় পড়েছে নেপাল সরকার। সপ্তাহ দুয়েক আগের কথা। চার টন বর্জ্যের সঙ্গেই চার মৃত পর্বতারোহীর দেহ নামিয়ে আনা হয়েছে। দেহগুলি এখন রয়েছে মর্গে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল মৃতদের পরিবারের হাতে মৃতদেহ তুলে দিতে চায়। কিন্তু প্রয়োজন তাদের পরিচয়। যা সঠিকভাবে অনেক সময়ই পাওয়া যাচ্ছে না। ফলে বিপদে পড়তে হচ্ছে।

উদ্ধার হওয়া পর্বতারোহীদের দেহ পরিবারের হাতে পৌঁছে দেওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাঠমান্ডুর কাছে। ডিএনএ পরীক্ষাতেই এক্ষেত্রে একমাত্র পক্রিযা বলে মনে করছেন কর্মকর্তারা।

নেপালের পর্বারোহী সংগঠনের সাবেক প্রধানের মতে, ‘ এটি বেশ কঠিন কাজ। কিন্তু সরকারকে আরও বেশি তথ্য জানাতে হবে। এভারেস্টের কোন জায়গা থেকে দেহ মিলেছে তা জানাতে হবে। তবেই সংগঠন উদ্যোগ নেবে পরিবারের লোকদের খুঁজে বার করতে।’

১৯২০ থেকে শুরু হয়েছে এভারেস্ট অভিযান। তখন থেকে এখনও পর্যন্ত কমপক্ষে তিনশো পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ১৯৯৯ সালে উদ্ধার হয় ব্রিটিশ পর্বাতারোহী জর্জ ম্যালোরির দেহ। জানা যায, সে ১৯২৪ সালে এভারেস্ট অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। এই ধরণের উদাহরণ আরও রয়েছে।

অভিযাত্রী পরিচয় জানতে বিপাকে পড়তে হচ্ছে নেপাল সরকারকে। তাই এভারেস্টের পর্বতারোহীদের পরিচয় সঠিকভাবে জানতে আরও কড়া আইন আনতে পারে কাঠমান্ডু।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী