ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবনের ভেতরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৮:০৫ পিএম
ভবনের ভেতরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকার থেকে গুয়াখোলা রাস্তায় ঢোকার মুখেই পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে একটি বহুতল ভবন। ভবনটির পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি থাকলেও সেটির জন্য জায়গা না ছেড়ে খুঁটি ভেতরে রেখেই ভবন নির্মাণ করা হচ্ছে।

সম্প্রতি ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, খুঁটির ওপরের অংশের বিদ্যুতের মেইনলাইনসহ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অংশের ভেতরে ঢুকে গেছে। এমন ভবন নির্মাণের সময় ও পরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আশঙ্কা করছেন অনেকে।

এ ভবনের মালিকানায় রয়েছেন জাহাঙ্গীর ও এমএ হাসান লিটন নামে দুই ব্যক্তি।

স্থানীয়রা বলছেন, গায়ের জোরে এটি নির্মাণ করাচ্ছেন ভবন মালিকরা। তাদের বিশেষ রাজনৈতিক প্রভাব রয়েছে শহরে।

‘ভবন নির্মাণের ঠিকাদার এবং নির্মাণ শ্রমিকরাও এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। এ বিষয়টি নিয়ে সমালোচনাও চলছে এলাকায়। তাদের কয়েকবার এভাবে ভবন নির্মাণ করতে নিষেধ করা হলেও তারা কারও কথায় কান দিচ্ছেন না।’

এদিকে ইতিমধ্যে বিতর্কিত এই ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে জানান ভবনের অংশীদার জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘আমরা এখন কাজ বন্ধ রেখেছি। কারণ নিরাপত্তার বিষয়ে আমারা বেশ অবগত। কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো আমাদেরই বিপদ,নাকি? তবে ক্ষতিটা আমাদেরই হচ্ছে। তাই বিষয়টি নিয়ে আমরা হতাশার মধ্যে আছি।’

এ বিষয়ে চাঁদপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল হোসাইন বলেন,‘বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা নিয়ম মেনে ভবন করার জন্য ভবন মালিক পক্ষকে নোটিশ দিয়েছি। কিন্তু মালিক পক্ষ থেকে সে নোটিশের প্রতিউত্তর এখনও মেলেনি। আমাদের সঙ্গে মালিক পক্ষের কেউ দেখাও করতে আসেনি বা ফোনও করেনি এখনও।’

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী