ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপটে ধরিনি, মেয়েটা পড়ে যাচ্ছিল তাই হাত ধরেছি (ভিডিও)


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৭:১৫ পিএম
জাপটে ধরিনি, মেয়েটা পড়ে যাচ্ছিল তাই হাত ধরেছি (ভিডিও)

আপত্তিকর অবস্থায় এক নারীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার পর ব্যাপক সমালোচনায় মুখে পড়েন বান্দরবানের আলীকদমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। পরে তিনি জানান, মেয়েটিকে জাপটে ধরেননি। ফুলের মালা দিয়ে মেয়েটা পড়ে যাচ্ছিল তাই হাতটা ধরেছেন।

রোববার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এ সরাসরি সম্প্রচারিত টকশোতে টেলিফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন চেয়ারম্যান আবুল কালাম।

আপনার এলাকার মানুষ আপানাকে অত্যন্ত ভালোবাসে বোঝা যাচ্ছে-উপস্থাপক মিথিলা ফারজানার এমন এক প্রশ্নের জবাবে আবুল কালাম বলেন, ‘এবার চতুর্থবারের মতো জনপ্রতিনিধি, জনগণ পছন্দ করে। পরিস্থিতি অনুকূলে না থাকার পরেও জনগণ নির্বাচিত করলো অনেক ত্যাগ করে।’

আপনিও খুব ভালোবাসেন আপনার এলাকার মানুষকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সকল সম্প্রদায়কে আমি অত্যন্ত ভালোবাসি।’

আপনাকে সম্প্রতি সংবর্ধনা দিয়েছেন আপনার এলাকার লোকজন-মিথিলার এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘জ্বি, অনেকবার সংবর্ধনা দিয়েছে।’

যারা আপনাকে সংবর্ধনা দিয়েছেন তাদের অনেককে আপনি জড়িয়ে ধরেছেন এ কথায় আবুল কালাম বলেন, ‘ম্যাডাম (মিথিলা ফারজানা) জড়িয়ে ধরে আমি ছবি তুলিনি। ওই যে আমাদের একটা ছোট বোন, ওই যে আমাকে  দেখে চোখের পানি কান্নাকাটি করছিল। সে মনে হয় যে পড়ে যাবে-এ রকম পরিস্থিতি। তো এ জন্য সে যাতে পড়ে না যায়, আমি ওই ছোট বোনকে হাতে ধরেছি।’

আপনাকে অনেক হাসিমুখে দেখা যাচ্ছে (ছবিতে), যাকে আপনি ধরেছেন যে ছোটবোন তিনি অত্যন্ত বিব্রত ও জড়োসড়ো হয়ে আছেন এবং এই ছোটবোন তো বিবাহিত ছিলেন এবং বিধবা এরকম ছোটবোনকে জনসম্মুখে জড়িয়ে ধরলেন-উপস্থাপকের এই প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘না বিধবা না এটা হলো একজন ম্রো সম্প্রদায়ের মেয়ে, সে নির্বাচনে আমার জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন। সে ফুলের মালা দিয়ে আমার মনে হচ্ছিল যে সে পড়ে যাবে।’

এবার মিথিলার প্রশ্ন-আপনাকে উনি বলেছেন আমি পড়ে যাচ্ছি আমাকে ধরেন? তার বাবা ছিলেন, মা ছিলেন, শত শত লোক ছিলেন। উত্তরে কালাম বলেন, ‘মেয়েটা মনে হচ্ছে পড়ে যাবে..... তার মা বাবা একটু দূরে ছিল।’

তার মা বা সবাই ছিলেন, কিন্তু এত শত শত মানুষের মাঝে আপনি জাপটে ধরলেন কেন-এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান অকপটে বলেন, ‘না, আমি জাপটে ধরিনি ম্যাডাম। মেয়েটি পড়ে যাচ্ছিল আমি তার হাতে ধরেছি।’

কিন্তু ছবিতে জাপটে ধরা দেখা যাচ্ছে-মিথিলা ফারজানা এমনটি বারবার বললেও আবুল কালাম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘না, আমি জাপটে ধরিনি, জাপটে ধরিনি।’

কোনটাকে জাপটে ধরা যায়- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ম্যাডাম সে পড়ে যেতে চাইছে আমি তার হাতে ধরেছি, সে যাতে না পড়ে আরকি। ওই মেয়েটার সাক্ষাৎকার নিতে পারেন আপনারা।’

তখন উপস্থাপক জানান, ওই মেয়েটার সাক্ষাৎকার নেওয়া হবে না। তার পরিচয়ও গোপন রাখার যথেষ্ট চেষ্টা করা হবে। কারণ এই রকম একটি ছবি সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আসাটাও এই মেয়েটির জন্য অত্যন্ত অবমাননাকর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী