ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অলিখিত বাসস্ট্যান্ড ‘জেব্রা ক্রসিং’ এখন মৃত্যু ফাঁদ


গো নিউজ২৪ | ইমতিয়াজ আমিন, সিনিয়র নিউজরুম এডিটর: প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৪:৪১ পিএম আপডেট: মার্চ ২০, ২০১৯, ০৫:৫৯ পিএম
অলিখিত বাসস্ট্যান্ড ‘জেব্রা ক্রসিং’ এখন মৃত্যু ফাঁদ

রাজধানীতে নির্দিষ্ট কোনো বাসস্ট্যান্ড নেই ঠিক। তবে বেপরোয়া বাস চালকরা তাদের নির্ধারিত কিছু স্থানেই বেশিভাগ সময়ে বাস থামান যাত্রী ওঠা-নামার জন্য। আর এই নির্দিষ্ট স্থানগুলো হলো পথচারী পারাপারের জন্য নির্ধারিত ‘জেব্রা ক্রসিং’। বাস চালকদের মধ্যে রীতিমত প্রতিযোগীতা চলে জেব্রা ক্রসিংয়ে আগে আসার জন্য।

সহজে যাত্রী পেতে জেব্রা ক্রসিংগুলোই যেন বাস চালকদের অলিখিত স্ট্যান্ডে পরিনত হয়েছে। এতে করে একদিকে যেমন রাস্তা পার হতে সমস্যায় পড়ছেন পথচারীরা অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে বহুগুণে। 

রাজধানীর বেশ কিছু জেব্রা ক্রসিং দেয়া স্থানে একই চিত্র দেখা গেছে। শুধু বাস নয়, অন্যান্য গাড়িগুলোও জেব্রা ক্রসিং থাকা সত্যেও এমন গতিতে চলে, যা দেখলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগবে চালকরা জেব্রা ক্রসিং দেয়ার কারণ জানেন কিনা?

‘জেব্রা ক্রসিং’ এখন মৃত্যু ফাঁদ

ঢাকার শহরের জেব্রা ক্রসিংগুলোতে দিনের বেশিরভাগ সময়েই দুটো-তিনটা বাসের জটলা লেগে থাকে। যে কারণে অন্যগাড়িগুলো চলাচলে সমস্যা হয়।  এসময় রাস্তা পার হতে গেলে দুই গাড়ির মাঝখানে পরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।   

রাস্তাঘাটে যারা নিয়মিত চলাচল করেন তাদের কাছে বিষয়টি নতুন নয়। বিবেক না চাইলেও একরকম বাধ্য হয়েই মেনে নিতে হয় বেপরোয়া চালকদের অনিয়মগুলো। কেননা সড়কে দাড়িয়ে চালকদের প্রতিরোধ করার চেষ্টার ফল বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের মূল্যে চুকাতে হয়েছে। তাছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীই যেখানে চালকদের শৃঙ্খলা শেখাতে বারবার ব্যর্থ, সেখানে সাধারণ জনগণের করার কি-ই বা থাকতে পারে।  

‘জেব্রা ক্রসিং’ এখন মৃত্যু ফাঁদ

   

মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন প্রগতি সরণিতে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর ক্ষেত্রেও এটিই ঘটেছে। আবরার নিয়ম মেনেই পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আবরারের বন্ধুরা বলছেন, অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়েই বাসটি আবরারকে ধাক্কা দেয়। তিনি দুটি বাসের মাঝখানে পড়ে যান। পরে সুপ্রভাত বাসের নিচে চাপা পড়েন। আবরার নিয়ম মেনে নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা পার হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে যাচ্ছিলেন।

‘জেব্রা ক্রসিং’ এখন মৃত্যু ফাঁদ

ঘটনার পর একজন পথচারী বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, ছেলেটি নিয়ম মেনেই রাস্তা পার হচ্ছিল। কিন্তু সুপ্রভাত বাসের চালক অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপাররত আবরারকে প্রথমে ধাক্কা ও পরে চাপা দেয়। ওই প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি আবরাকে খানিকটা টেনেও নিয়ে যায়।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী