ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রী ফাতেমার খোঁজে দিশেহারা ভাই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৯:৪০ পিএম
কলেজ ছাত্রী ফাতেমার খোঁজে দিশেহারা ভাই

ঢাকা: রাত ১০টা ৪ মিনিটে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয় গার্হস্থ অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমার। বুধবার শিল্পকলা একাডেমিতে একটি কবিতা আবৃত্তির অনুষ্ঠান শেষে লালবাগের পোস্তগোলার বাড়ি ফিরছিলেন তিনি। ফোনে জানালেন কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। ফেরা হয়নি! পুরান ঢাকার চকবাজার অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ি থেকে তাকে আবার ফোন করা হলেও ফাতেমাকে আর পাওয়া যায়নি।

২১ বছরের সেই তরুণীর খোঁজে এখানে-সেখানে ছুটে বেড়াচ্ছেন তার ভাই সাঈদুল ইসলাম সানি। ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন অনেকবার। রাজধানীর অন্যান্য হাসপাতালেও তিনি খুঁজেছেন বোনকে। পুলিশ ও র‌্যাবের কাছেও অনুসন্ধান করেছেন। কোথাও কোনো খোঁজ পাননি।

শুক্রবার তিনি ছোট বোনের মোবাইল হ্যান্ডসেটটি ট্র্যাক করিয়ে জানতে পারেন, অগ্নিকাণ্ডের রাতে সোয়া ১০টায় ফাতেমার লোকেশন ছিল পুরান ঢাকার বেগম বাজারে, যা দুর্ঘটনাস্থল থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে। শুক্রবার সকালে চুড়িহাট্টা মোড়ে নিখোঁজের তালিকায় বোনের নামও লিখিয়েছেন তিনি। বোনকে আদৌ ফিরে পাবেন কি না সেই আশঙ্কায় এখন সানি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ২১টি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। এই লাশগুলো শনাক্ত করতে পরিবারের স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।

তবে পুড়ে যাওয়া ১৭ লাশের জন্য মোট ২৫ জন স্বজনদের কাছ থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা করেছে সিআইডি। কিন্তু ৪টি লাশের নিকট আত্মীয় না আসায় ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা যায়নি।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী