ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নয়াপল্টনের আকাশে ড্রোন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ০৫:৪৮ পিএম আপডেট: নভেম্বর ১৫, ২০১৮, ১১:৪৮ এএম
নয়াপল্টনের আকাশে ড্রোন

ঢাকা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকার আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনটিকে প্রায় ১০ মিনিট উড়তে দেখা যায়। এরপর আর দেখা যায়নি।

ড্রোন যখন নয়পল্টনের আকাশে উড়ে তখন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি এবং জমা নেয়া হচ্ছিল।

সে কারণে সকাল থেকেই পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

তবে এই ড্রোন কারা উড়িয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে, বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পরে সবার মাঝে গ্রেফতার আতঙ্ক দেখা গেছে। এ কারণে বেলা গড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিও কমতে থাকে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয়ে আসে। এসময় মিছিলটি পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে সংঘর্ষ বাঁধে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

এঘটনায় মির্জা আব্বাসকে প্রধান আসামি করে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এখন পর্যন্ত অন্তত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী