ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রাণী জাদুঘর, যেন মৃত প্রাণীদের আবাসস্থল


গো নিউজ২৪ | মো. রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ০৬:৪১ পিএম আপডেট: নভেম্বর ১৩, ২০১৮, ১২:৪১ পিএম
পদ্মা সেতু প্রাণী জাদুঘর, যেন মৃত প্রাণীদের আবাসস্থল

পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দোগাছি সার্ভিস এরিয়ায় বাস্তবায়নাধীন প্রাণী জাদুঘর দিন দিন সমৃদ্ধ হচ্ছে। ২০১৬ সালে শুরুতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (সেতু বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করে। বর্তমানে সাড়ে ১৭শ’র বেশি নমুনা সংগ্রহিত রয়েছে এখানে। রোমগুলোর ভেতরে পাশাপাশি কয়েকটি পার্টিশন করে মৃত এই প্রাণীগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখলেই যেন মনে হয় একেবারে জীবন্ত। 

এখানে বিষাক্ত পদ্ম গোখরা সাপ থেকে শুরু করে নানা জাতের ব্যাঙ পর্যন্ত আছে। দিনে দিনে বাড়ছে জাদুঘরের সংগ্রহ। কর্তৃপক্ষের টার্গেট প্রায় ৫হাজার প্রাণীবৈচিত্র্য রাখার। 

যেন মৃত প্রাণীদের আবাসস্থল

জাদুঘরে প্রবেশ করলে বা দিকে তাকালে সাজানো প্রায় ২৫থেকে ৩০টি সাপের ভয়ঙ্কর আক্রমণাত্মক দৃশ্য চোখে পড়বে। এখানে কাচের বাক্সে ও একুরিয়ামের ভেতরে রাখা রয়েছে ভয়ঙ্কর বিষধর মৃত সাপগুলো। শরীরের খোলস হারিয়ে শুধু সাদা হাড়ের কংকাল বানিয়ে কাচের বাক্সে বন্দী করে রাখা আছে জেন মাত্র কংকালের মতোই রুপান্তর দেখতে। 

প্রথম পর্যায়ে জাদুঘরটির সংগ্রহ বাড়ানো এবং তার সংরক্ষণ নিয়েই বেশি মনোযোগী এখানকার কিউরেটরসহ মাঠকর্মীরা। এখন মাত্র ৩২ থেকে ৩৩ মাস পার হয়েছে। এরই মধ্যে জাদুঘরে এসেছে প্রায় ১৭শ’ প্রাণীবৈচিত্র্য। তবে এখনও এটি উন্মুক্ত নয় সাধারণের জন্য। এটি দেখতে হলে আরও প্রায় ২বছর অপেক্ষা করতে হবে। 

যেন মৃত প্রাণীদের আবাসস্থল

আগামী ২০২০ সালের মধ্যে জাদুঘর প্রকল্পটি বাস্তবায়ন সম্পূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা জানান। পদ্মা সেতু প্রকল্প এলাকা এবং এর আশপাশের নানা জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যত প্রজন্মকে এগুলোর সঙ্গে পরিচিত করাতেই এই জাদুঘরের উদ্যোগ নেয়া হয়েছে। 

পদ্মা সেতু জাদুঘরের কিউরেটর ড. আনন্দ কুমার দাস জানান, পদ্মা সেতু এবং এ এলাকার প্রাণীজগত সংরক্ষণের তাগিদ থেকে তাদের সংগ্রহের একটি লক্ষ্য দেয়া হয়েছে। বিভিন্ন বন্যপ্রাণী যেমন- সাপ, ব্যাঙ, টিকটিকি, কচ্ছপ, হরিণ, ইঁদুর, সিয়াল, পোকামাকড়, প্রজাপ্রতির পাশাপাশি এ এলাকার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ও বিভিন্ন ধরনের ডিঙ্গি নৌকার মডেল জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। 

যেন মৃত প্রাণীদের আবাসস্থল

প্রাণী জাদুঘরটি বাস্তবায়নের জন্য রয়েছেন ১৩ জন মাঠকর্মী।  নিয়োজিত আছেন ১৩ জন কনসালট্যান্ট, যারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। যাদের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জাদুঘর প্রকল্পের কর্মকান্ড চলছে। 

এখানকার স্টাফরা জানান, পদ্মা সেতুর আশপাশে কোন প্রাণী মারা গেছে শুনলে সেখান থেকে আমরা গিয়ে নিয়ে আসি। 

যেন মৃত প্রাণীদের আবাসস্থল

এদিকে পদ্মা সেতু ঘিরে আশপাশের চিত্র দেখলে মন পাল্টে যাবে যেকারো। চিত্র পাল্টাচ্ছে এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থারও। সেতু চালু হওয়ার আগেই এই অঞ্চলের পরিবর্তনে বেশ আশাবাদি এখানকার মানুষজন। 

ছবি তুলেছেন-মো.রুবেল ইসলাম তাহমিদ

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী