ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. কামাল-রবের সঙ্গে তসলিমার ছবি ভাইরাল!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৯:৫০ পিএম
ড. কামাল-রবের সঙ্গে তসলিমার ছবি ভাইরাল!

ঢাকা : ব্যারিস্টার মইনুল-মাসুদা ভাট্টি ইস্যুতে দুদিন আগে সোশ্যাল সাইট ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তসলিমা নাসরিন। তিনি মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' আখ্যা দেন এবং এটা বলার কারণও ব্যখ্যা করেন। এরপর থেকেই একটা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে জেডিসি সভাপতি আসম আব্দুর রব এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনদের সঙ্গে তসলিমা নাসরিন! 

নির্বাসিত এই প্রখ্যাত নারীবাদী লেখিকা বহু বছর ধরে দেশের বাইরে আছেন। তার সঙ্গে ঢাকায় এই দুই নেতার সাক্ষাত হলো কীভাবে; তাছাড়া তসলিমার সঙ্গে বিপরীত মতের দুই নেতা এক হলেন কীভাবে- সেটা নিয়ে দুদিন ধরেই জল্পনা চলছিল সোশ্যাল সাইটে। অবশেষে অনুসন্ধানে জানা গেল, ভাইরাল হয়ে যাওয়া ছবিটিই আসলে ভুয়া! সেখানে তসলিমার ছবি ফটোশপ করে বসানো হয়েছে! 

আসলে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া প্লাটফর্মের একটি বৈঠকের ছবিতে ফটোশপ করে বসানো হয়েছে তসলিমার মাথা। যার মাথায় তসলিমার মাথা বসানো হয়েছে সেটা আসলে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তথা জেএসডির সহ-সভাপতি তানিয়া রবের ছবি। 

আসল ছবি

ছবিটি চলতি মাসেই বেশ কিছু পত্রিকায় ছাপা হয়েছিল। ইন্টারনেটে ইমেজ সার্চ করলেও আসল ছবিটি চলে আসে। মাসুদা ভাট্টির বিরুদ্ধে লেখালেখি করায় তসলিমাকে নিয়ে গত দুইদিন ধরে এই গুজব রটিয়ে যাচ্ছে একটি মহল। অনেকেই কিছু না ভেবেই, কোনো বিচার-বিশ্লেষণ না করেই সেই ছবি শেয়ার দিয়ে যাচ্ছে। 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী