ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তার পাশে-অলিগলিতে গরু, দেখার নেই কেউ!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৮, ০৪:৫৩ পিএম আপডেট: আগস্ট ১৭, ২০১৮, ১০:৫৩ এএম
রাস্তার পাশে-অলিগলিতে গরু, দেখার নেই কেউ!

ঢাকা : কুরবানির বাকি আরো পাঁচদিন।এরই মধ্যে রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমান গরু এসেছে। যদিও নিয়মানুযায়ী ঈদের তিন দিন আগে ঢাকায় কোরবানির পশু কেনাবেচায় হাট বসানোর কথা। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় কেনাবেচা হবে, এমন আশা থেকেই হাটগুলোর আগাম প্রস্তুতি রয়েছে। বেশির ভাগ হাটেই শুক্র ও শনিবারের প্রস্তুতি রেখে কোরবানির পশু নিয়ে এসেছে বিক্রেতারা।

সব হাটেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত রয়েছেন। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে যেকোনো নৈরাজ্য ও দুর্ভোগ লাঘবে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত আর নিজস্ব কর্মী।

তবে বিগত বছরের মতো এবারও বেশ কয়েকটি হাটে অনিয়মের চিত্র লক্ষ্য করা গেছে।

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘের মাঠের হাটটি এ বছর ইজারা পেয়েছেন আবদুল লতিফ খান। হাটের মূল কেন্দ্র মৈত্রী সংঘের মাঠ হলেও আশপাশের প্রতিটি অলিগলিতে হাট বসানো হয়েছে ইতোমধ্যে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই হাট বসানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এমনকি হাটে এরই মধ্যে অসংখ্য গরু উঠানো হয়েছে। সেগুলো বেঁধে রাখা হয়েছে মাঠের পাশের খালি জায়গাগুলোতে। যদিও মূল মাঠে এখনো পশু উঠানো হয়নি। কিন্তু পাইকাররা নিজ নিজ নামে জায়গা দখল করে রেখেছে।

রাজধানীর ভাটারা মাদানী এভিনিউয়ে গিয়ে দেখা যায়, সেখানে রাস্তার পাশে শত শত গরু বেঁধে রাখা হয়েছে। পাশেই ফাঁকা মাঠে শামিয়ানা টাঙিয়ে বেঁধে রাখা হয়েছে শত শত গরু। অনেক গরুর ফার্মের পক্ষ থেকে বেশি স্থান নিয়ে নিজের ফার্মের নাম লিখে অর্ধশত গরু তোলা হয়েছে। এখানে গতকালই উল্লেখযোগ্যসংখ্যক ক্রেতা লক্ষ করা গেছে।

মেরাদিয়া হাটেরও একই অবস্থা। সেখানেও চার দিন আগে থেকেই গরু আনা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ট্রাকে করে গরু এনে বেঁধে রেখেছেন।

কমলাপুরে ব্রাদার্স ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গাসহ বিশাল এলাকাজুড়ে হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটের জন্য বাঁশের খুঁটি থেকে শুরু করে বড় বড় তোরণ, হাসিল কাউন্টার, লাইট স্থাপন, বিক্রেতাদের জন্য গোসলের ব্যবস্থা করতে দেখা গেছে। এমনকি গতকাল বিকেলে শতাধিক গরু দেখা গেছে বিভিন্ন গলিতে।

কামরাঙ্গীর চরের ইসলাম চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা ও আশপাশের খালি জায়গায়ও এবারও হাট বসানো হয়েছে। গতকাল সেখানেও কয়েক শ গরু বিক্রির জন্য উঠানো হয়েছে।

উল্লেখ্য, এবছর রাজধানী ঢাকায় এ বছর ২৩টি স্থানে কুরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯টি স্থানে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে নগরের একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী তো আছেই। আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিকিকিনি শুরু হবে ঈদের তিন দিন আগে। এরই মধ্যে এসব হাটে গরু আনাও শুরু হয়ে গেছে। এখন জমে ওঠার অপেক্ষা।

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী