ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে রংপুরের সেই ওসিকে প্রত্যাহার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২০, ২০১৮, ১০:১৯ এএম
অবশেষে রংপুরের সেই ওসিকে প্রত্যাহার

অবশেষে প্রত্যাহার করা হলো তত্ত্বাবধায়ক আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্ব দেয়া সেই ওসি বাবুল মিয়াকে। তর বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ওসি বাবুল মিয়াকে প্রত্যাহারের নির্দেশনা বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর কোতোয়ালী থানায় এসেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মুক্তারুল আলম।

এর আগে বাবুল মিয়াকে ১২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে পুলিশের রংপুর বিভাগের ভারপ্রাপ্ত ডিআইজি বছির আহাম্মেদের কাছে স্বারকলিপি দেয় রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ।

তাদের অভিযোগ, ওসি বাবুল এক এগারের সময় শেখ হাসিনাকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বাবুল আর আর বর্তমানে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতারের সময় পাশে দাঁড়িয়ে থাকা ওসি বাবুল মিয়াকে দেখা যাচ্ছে বিভিন্ন ছবিতে। এই ছবি গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে। এতে তোলপাড় শুরু হয় বিভিন্ন মহলে। সর্বশেষ বুধবার দুপুরে আন্দোলনে নামে জেলা ও নগর আওয়ামী লীগ।

অবশ্য ওসি বাবুল ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি লেখেন, শেখ হাসিনাকে গ্রেফতারের সময় তার উপস্থিতির ছবিটি সত্য হলেও যে ভাষায় স্ট্যাটাস দেয়া হয়েছে তা আদৌ সত্য তথ্যনির্ভর নয়।

ওসি বাবুল লেখেন, তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালেও ঢাকা কোর্টে তার নিরাপত্তায় তিনি নিয়োজিত ছিলেন।

২০০১ সালে বাবা, চাচা, ভাইকে জামায়াত নেতার মামলায় আসামি করার বিষয়টিও উল্লেখ করেন বাবুল। লেখেন, ‘আমার বড় ভাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ছোট ভাই ছাত্রলীগের থানা সেক্রেটারি। ২০১১ সালে এই সরকার আমাকে পদোন্নতি দিয়ে উত্তরা এবং সবুজবাগ থানায় ওসি হিসেবে পদায়ন করে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জনাব তোফায়েল আহাম্মেদ, উবায়দুল মুক্তাদির চৌধুরী,পংকজ দেবনাথ, সাহারা খাতুন, সানজিদা খানম, কামরুল ইসলাম সাবের হোসেন চৌধুরী, শেখ হেলাল উদ্দিন ব্যক্তিগতভাবে চেনেন বলেও জানান ওসি বাবুল। 

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী