ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন দুদকের নতুন কমিশনার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৮, ২০১৮, ০৬:৩৭ পিএম আপডেট: জুন ১৮, ২০১৮, ১২:৩৭ পিএম
কে হচ্ছেন দুদকের নতুন কমিশনার

ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে ২৫ জুন। তার স্থলে একজন কমিশনার নিয়োগের লক্ষ্যে সরকার ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
 
আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে সম্প্রতি কমিটি গঠনের আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

হাইকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আবুল ফয়েজ মো. আবিদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের আগের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম আবদুল আজিজকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।

এ কমিটি দুদকের একজন কমিশনার নিয়োগের বিপরীতে দু’জন ব্যক্তির নাম প্রস্তাব করবে। সূত্র জানায়, দুদকের কমিশনার নিয়োগে গঠিত বাছাই কমিটি ইতিমধ্যে এক দফা বৈঠকও করেছে।

তবে নিয়োগের জন্য কাদের নাম এ কমিটি সরকারের কাছে সুপারিশ করবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী বাছাই কমিটির করা সুপারিশের আলোকে দু’জনের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবে সরকার।

সূত্র জানায়, দুদকের এখন যে কমিশনার নিয়োগ পাবেন তিনি হবে ইকবাল মাহমুদের পরবর্তী চেয়ারম্যান। কারণ বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছিলেন ২০১৬ সালের মার্চে। তাদের মেয়াদ শেষ হবে ২০২১ সালের মার্চে।

আর তখন নতুন করে দু’জন কমিশনার নিয়োগ দিতে হবে। আর এখন যাকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হবে জ্যেষ্ঠতা অনুযায়ী তিনি হবেন সে সময় (পরবর্তী) দুদক চেয়ারম্যান।

এ কারণে এ পদটিতে নিয়োগের আগে সরকার অনেক যাছাই-বাছাই করে নিয়োগ চূড়ান্ত করতে চায় বলে সূত্রটি জানায়।

সূত্রমতে, এরই মধ্যে দুদকের নতুন কমিশনার হিসেবে একাধিক নাম আলোচিত হচ্ছে। এরমধ্যে বেশি আলেচিত হচ্ছে দুদকের সাবেক মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) সালাহ উদ্দিন আহমেদের নাম।
 
দুদকের মহাপরিচালক হিসেবে কাজ করার ফলে সংস্থাটির অনুসন্ধান তদন্তসহ সব ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার।

এছাড়া আলোচনায় আছে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, জনপ্রশাসন সচিব মোজাম্মেল হক, সাবেক সচিব নজরুল ইসলাম খান (এনআই খান), দুদকের সাবেক সচিব আবু মো. মোস্তফা কামালসহ একাধিক আমলার নাম।

তবে কোনো নামই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ঈদের পরই বাছাই কমিটির সুপারিশের আলোকে সরকার একজন কমিশনার নিয়োগ দেবে।

 

গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী