ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসের লাইনম্যান থেকে কক্সবাজারের ইয়াবা কিং


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০৭:১২ পিএম
বাসের লাইনম্যান থেকে কক্সবাজারের ইয়াবা কিং

ঢাকা : শাহজাহান আনসারী, এক সময় কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় বাসের লাইনম্যানের চাকরি করতেন। ৭ বছর আগের দৈনিক ২শ’ টাকার লাইন্সম্যান থেকে আজ তিনি কক্সবাজারের ধনাঢ্য ব্যক্তি। তার রয়েছে কলাতলিতে অভিজাত হোটেল, আলিশান বাড়ি-গাড়ি। বর্তমানে তিনি সৌদি আরব ও দুবাইতেও ব্যবসা খুলেছেন।

তার এই রহস্যময় উত্থানের পেছনে রয়েছে কক্সবাজারের রমরমা ইয়াবা ব্যবসা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন পর্যটনের চেয়ে ইয়াবার জন্যই বেশি বিখ্যাত! কক্সবাজার এখন দেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট এবং পর্যটন এলাকা হওয়ায় অন্যতম প্রধান খুচরা বাজারও বটে। এর পেছনে যে কয়েকজনের হাত রয়েছে তাদের মধ্যে অন্যতম এই শাহজাহান আনসারী ও তার ভাই কাশেম আনসারী।  

গোয়েন্দা সংস্থার তথ্য মতে, শুরুতে কক্সবাজারে আগত পর্যটকদের কাছে ইয়াবা বিক্রি করতো তারা। তবে এখন দু’ভাইয়ের সিন্ডিকেটটি কক্সবাজারের বাস টার্মিনাল থেকে কলাতলি পর্যন্ত পুরো পর্যটন কেন্দ্রটিকে ইয়াবার রমরমা হাটে পরিণত করেছে। কক্সবাজারে আগত পর্যটকদের জন্য হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে এই সিন্ডিকেট। বিভিন্ন হোটেলে আগত পর্যটকদের রুমে রুমে ইয়াবা পৌঁছে দিচ্ছে তারা।

ইয়াবা আসক্ত পর্যটকদের খুঁজে আনার জন্য ৪টি মোটরসাইকেলে করে ৮ জন যুবককে নিয়োগ দিয়েছেন তিনি। ওই ৮ যুবকের নেতৃত্বে রয়েছে ১০টি সিএনজি-চালিত অটোরিকশা, ১০টি ব্যাটারিচালিত টমটম ও ১০টি রিকশা।

ওই বাহনগুলো বাস থেকে নামা পর্যটকদের টার্গেট করে। পর্যটকদের ফুসলিয়ে ইয়াবার অফার দিয়ে তাদের শাহজাহান আনসারীর হোটেলে নিয়ে যায়।

সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যমতে, শাহজাহান আনসারীর পরিচালিত কলাতলির লেগুনা বিচ হোটেল হলো ইয়াবার গোডাউন। এই হোটেলে পর্যটকের ছদ্দবেশে ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান নেয়। পরে ওই ব্যবসায়ীরা হোটেল থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে চলে যায়।

শাহজাহান আনসারী কক্সবাজারের পর্যটনকেই ইয়াবা ভাসিয়ে দমে জাননি। তার অবৈধ টাকা দিয়ে এখন কক্সবাজারের ক্রীড়াঙ্গনও নিয়ন্ত্রণ করছেন তিনি। কোনো ধরনের যোগ্যতা ছাড়াই হয়েছেন কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এর পরে তার চোখ পড়ে জেলা ফুটবল ফেডারেশনের উপর। বিপুল টাকা খরচ করে হয়ে যান জেলা ফুটবল ফেডারশনের সহসভাপতি। কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক এক অধিনায়ক ও এক ফুটবলারকে হাত করেই জেলার ফুটবল জগতে নিয়ন্ত্রণ নিয়েছেন শাহজাহান আনসারী।

শাহজাহান আনসারীর বিরুদ্ধে গুরুতর আরেকটি অভিযোগ হচ্ছে- তিনি উঠতি ফুটবলারদের মোটরসাইকেল দিয়ে ইয়াবা কারবারি করাচ্ছেন। এ কাজের জন্য স্থানীয় উঠতি তরুণ ফুটবলার ফাহিম, বাবু, ইব্রাহিম ও কালাইয়াসহ বেশ কয়েকজনের জীবন ধ্বংস হয়েছে।


গো নিউজ২৪/আই

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী