ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

রাজীবের ছোট্ট দু’টি ভাইয়ের দায়িত্ব কে নেবে?


গো নিউজ২৪ | ইমতিয়াজ আমিন, সিনিয়র নিউজরুম এডিটর: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৮, ০৫:৪৭ পিএম আপডেট: এপ্রিল ১৮, ২০১৮, ১০:৫১ এএম
রাজীবের ছোট্ট দু’টি ভাইয়ের দায়িত্ব কে নেবে?

ঢাকা : এ জগতে আর কেউ রইলো না তাদের। জন্মের পরে বাবা-মাকে হারিয়েছে। ভালো করে বাবা-মার চেহারাও মনে নেই। তখন থেকেই মাথার উপর ছায়ার মতো ছিলো বড় ভাই রাজীব হোসেন। ছোট ভাই দুটোকে বাবা-মার অভাব কখনো বুঝতে দেন নি।

বলছিলাম ১১-১২ বছর বয়সী দুটো ছোট্ট শিশুর কথা। একজনের নাম মেহেদি অন্যজনের নাম হাসান। তাদের বড় ভাইয়ের নাম রাজীব হোসেন (২১)। সম্প্রতি রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মৃত্যু হয় রাজীবের।

সরকারি তিতুমীর কলেজে নিজের পড়াশোনা শেষে টিউশনি ও কম্পিউটারে টাইপিংসহ বিভিন্ন কাজ করে সংসার চালাতেন রাজীব। তার কষ্টের টাকায় ছোট দুই ভাই হাফেজ হয়েছে। এখন আবার বাংলাতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়ছে। পড়াশোনা শেষে নিজের চাকরি ও পরবর্তীতে দুই ভাই চাকরি বা ব্যবসা করলে সংসারে সুখ আসবে বলে অনেকের কাছে স্বপ্নের কথা বলতেন চাঁদ মুখের এই ছেলেটি।

তার মনোবল ছিলো অত্যন্ত দৃঢ়। বাবা-মা ছাড়া এই বয়সী একটা ছেলে নিজের পড়াশোনা ঠিক রেখে ছোট দু’ভাইকে নিজের বুকে আগলে রাখতেন। কিন্তু সেই নিরাপদ আশ্রয় হারিয়ে কী করে এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে থাকবে শিশু দুটি? কে নেবে তাদের দায়িত্ব? সরকার নেবে? বড় ভাই তাদের যেভাবে আগলে রাখতেন এ দেশটা কি পারবে সেভাবে শিশু দুটিকে আগলে রাখতে? রাজীবের স্বপ্ন দুটিকে বাঁচিয়ে রাখতে?

রাজীবের এক আত্মীয়া জাহানার বেগম জানান, কখনও ভাবতে পারিনি রাজীব মারা যাবে। সর্বশেষ আইসি্ইউতে যে দিন নেয়া হয় সেদিনও রাজীব স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছে। তাকে নিজ হাতে জুস খাইয়েছি। আইসিইউতে নেয়ার আগে সন্ধ্যা পর্যন্ত রাজীব বেঁচে যাবেন বলে তারা ধরে নিয়েছিলাম। সেদিন সকালেই হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন রাজীবকে পরের দিন কেবিন থেকে ওয়ার্ডে দিবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বেগম বলেন, বাবা-মা হারানো রাজীব ছোট দুই ভাই মেহেদি ও হাসানকে নিয়ে সুখের স্বপ্ন দেখতেন। 

যে ড্রাইভারদের কারণে রাজীবের মৃত্যু হয়েছে তাদের শুধু রাজীবের মৃত্যুর জন্যই নয়, তার দুই ভাইয়ের জীবন অনিশ্চয়তায় ফেলে প্রকারান্তরে খুন করেছেন বলেও মন্তব্য করেন জাহানারা বেগম।

তিনি বলেন, বাড়িতে দাফন শেষে ওই দুটি শিশু ঢাকায় এসে কোথায় কার কাছে থাকবে, পড়াশোনার খরচ কোথা থেকে আসবে তা অনিশ্চিত।

তিনি বলেন, সরকার যদি এ দুটি শিশুর দায়িত্ব নেয় তবে তাদের জীবন নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। তিনি সরকারের কাছে রাজীবের হত্যাকারী ঘাতক বাস চালকদের ফাঁসি দাবি করেন তিনি।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়